এই ছবিতে আছে বলিউডের চারজন সেলিব্রেটি, চিনতে পারলে বলুন …

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ যখনই বলিউড স্টারদের ছোট বেলার ছবি সামনে আসে, তখনই ফ্যানরা সেটিকে তুমুল ভাবে ভাইরাল করে। কিন্তু এবার একজন না, চার-চারজন বলিউড সেলেবের ছোট বেলার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই থ্রোব্যাক ছবির সাথে একসঙ্গে চারজনের সম্প্রতি কালের একটি ছবিও শেয়ার করা হয়েছে। এই ছবিতে আছে সুহানা খান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর আর নব্যা নবেলি নন্দা। এদের মধ্যে বন্ধুত্ব ছোট বেলা থেকে শুরু করে এখনো আছে।

অভিনেত্রী অনন্যা পাণ্ডে সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবি দুটি শেয়ার করেছে। ছবি দুটিতে তাঁকে নিজের গার্ল গ্যাংয়ের সাথে দেখা যাচ্ছে। দুটি ছবির মধ্যে একটি সম্প্রতি ছবি, আর একটি চারজনের ছোট বেলার ছবি। চার সেলেবের এই থ্রোব্যাক ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হচ্ছে।

অনন্যা পাণ্ডের ইনস্টাগ্রামে শেয়ার করা এই ছবিতে শাহরুখ খানের মেয়ে সুহানা খান, সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর আর শ্বেতা বচ্চনের মেয়ে নব্যা নন্দাকে একসাথে দেখা যাচ্ছে। আর চার জনই সম্প্রতি তোলা ছবিতে ছোট বেলার ছবির মতই পোজ দিয়েছে।

অনন্যা পাণ্ডে এই ছবি শেয়ার করে একটি ইমোশনাল বার্তাও দিয়েছেন। অনন্য ছবির ক্যাপশনে লিখেছে, ‘কিছুই বদলায় নি, বদলেছে শুদু আমি এখন সুহানার মাথা খাই না আর… কখনো কখনো আমি এটা করি।”

 

View this post on Instagram

 

A post shared by Ananya 💛💫 (@ananyapanday)

অনন্যার শেয়ার করা ছবিতে সুহানা খান কমেন্ট করে লিখেছে, ‘তুমি আরও লম্বা হয়ে গিয়েছ” এই ছবিটি ৮ ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছে অনন্যা। এখনো পর্যন্ত এই ছবিটিতে প্রায় ৮ লক্ষের মতো লাইক পড়েছে।

X