আদিত্য চ্যাপ্টার শেষ! অনন্যার জীবনে নতুন প্রেম, অম্বানি পরিবার থেকে কাকে পাকড়াও করলেন নায়িকা?

বাংলাহান্ট ডেস্ক : সদ্য ভেঙেছে প্রেম। মাস কয়েক আগেই খবর এসেছিল তাঁদের বিচ্ছেদের। তাতে শিলমোহরও পড়েছে। কথা হচ্ছে অভিনেত্রী অনন্যা পাণ্ডের (Ananya Pandey) ব্যাপারে। আদিত্য রয় কাপুরের সঙ্গে তাঁর বিচ্ছেদের গুঞ্জন এখন আর চাপা নেই। অনন্যা নিজেও মুখ খুলেছিলেন বিচ্ছেদ পরবর্তী কষ্ট নিয়ে। তাঁদের প্রেম ভাঙার খবরে মন ভেঙেছিল অনুরাগীদেরও। কিন্তু ভক্তদের সামলে ওঠার আগেই মুভ অন করে ফেললেন অনন্যা (Ananya Pandey)। নতুন প্রেমিকও খুঁজে ফেললেন তিনি!

ঘন ঘন প্রেমে পড়েন অনন্যা (Ananya Pandey)

বলিউডের তারকা সন্তানদের মধ্যে অন্যতম নাম অনন্যা পাণ্ডে (Ananya Pandey)। দ্রুত জনপ্রিয়তার সিঁড়িতে চড়ছেন তিনি। কয়েক বছর আগে ডেবিউ করেই বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন অনন্যা (Ananya Pandey)। তার অন্যতম কারণ, তাঁর ঘন ঘন সম্পর্ক বদল। কেরিয়ারের শুরুতেই প্রথম ছবির নায়ক ঈশান খট্টরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন অনন্যা। সেই সম্পর্ক ভাঙার পর কার্তিক আরিয়ানের সঙ্গেও নাম জড়িয়েছিল তাঁর। অভিনেত্রীর একটি গুণ হল, কোনো সম্পর্কই তিনি লুকিয়ে রাখেন না। আদিত্যের সঙ্গে প্রেমটাও যেমন আড়াল করেননি, তেমনি তাঁর নতুন সম্পর্কও রইল না গোপন।

আরো পড়ুন : এই আনন্দের ভাগ হবে না, নিজের ব্যালকনিতেই করেছেন চাষ! চোদ্দ শাক তোলার ভিডিও শেয়ার করে উচ্ছ্বসিত মিমি

অভিনেত্রীর নতুন প্রেমিকটি কে

শোনা যায়, চলতি বছরের মে মাসে আদিত্যর সঙ্গে সম্পর্ক ভাঙে অনন্যার (Ananya Pandey)। তারপর পরই অনন্ত অম্বানির বিয়েতে তাঁর পাশে নজর কাড়েন এক সুপুরুষ। এবার জানা গেল, তিনিই অনন্যার নতুন প্রেমিক, নাম ওয়াকার ব্ল্যাঙ্কো। তাঁর পরিচয় তিনি প্রাক্তন মডেল। শিকাগো, ইলিনয়ের বাসিন্দা ওয়াকার। তবে জীবনের একটা বড় সময় তাঁর কেটেছে ফ্লোরিডায়। এক সময় মডেলিংয়ের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে অনন্ত অম্বানির ভান্তারায় কর্মরত তিনি। শোনা যায়, অম্বানির বিয়েতে অনন্যাকে (Ananya Pandey) নিজের ‘পার্টনার’ বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন ওয়াকার।

আরো পড়ুন : ‘অনেক উঁচুতে উঠে…’, কালীপুজোর আগেই বড়মায়ের স্বপ্নাদেশ! শ্রুতির অভিজ্ঞতা শুনলে কাঁটা দেবে গায়ে

সম্পর্কে পড়ল শিলমোহর

এবার অভিনেত্রীর ২৬ তম জন্মদিনে আদুরে বার্তা এল ওয়াকারের তরফে। অনন্যার (Ananya Pandey) হাসিমুখের একটি ছবি শেয়ার করে তিনি লিখলেন, ‘শুভ জন্মদিন সুন্দরী, তুমি খুবই স্পেশ্যাল, তোমাকে ভালোবাসি অ্যানি’। অর্থাৎ সম্পর্কের গুঞ্জনে এবার পাকাপাকি ভাবে শিলমোহর দিয়েই দিলেন অনন্যা ওয়াকার।

Ananya Pandey

যেমনটা জানা যায়, কৃতি শ্যাননের দিওয়ালি পার্টি থেকেই নাকি প্রথম অনন্যা (Ananya Pandey) এবং আদিত্যর সম্পর্কের সূত্রপাত। তাঁদের প্রেম লুকিয়ে রাখা যায়নি। একসঙ্গে ঘুরতে যাওয়া, ভ্যাকেশনের ছবি ফাঁস হওয়া থেকে একসঙ্গে টিভি বিজ্ঞাপনও করেছেন তাঁরা। কিন্তু কেন ভাঙল অনন্যা আদিত্যর সম্পর্ক? যেমনটা শোনা যায়, সম্পর্কটা নিয়েই নাকি দুজনের মধ্যে মতের অমিল ঘটেছিল। আদিত্য দাবি করেছিলেন, তিনি ‘সিচুয়েশনসিপ’এ রয়েছেন। অর্থাৎ ওই সম্পর্কে কেউই কারোর প্রতি দায়বদ্ধ নন। অন্যদিকে অনন্যা নিজে জেন জি হয়েও তারপরেই বলেছিলেন, তিনি নাকি এমন সম্পর্কে বিশ্বাস করেন না। এই ভুল বোঝাবুঝি থেকেই নাকি সম্পর্ক ভাঙে অনন্যা আদিত্যর। তবে প্রাক্তনকে আঁকড়ে বসে না থেকে জীবন এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিলেন অভিনেত্রী।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর