অভিষেক করাই হত না বলিউডে, করন জোহরের দৌলতে ‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ২’এ সুযোগ পেয়েছিলেন অনন‍্যা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বিটাউন। আরিয়ান খান জেলবন্দি হওয়ার পর নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর নজরে এবার আরেক তারকা সন্তান অনন‍্যা পাণ্ডে (ananya pandey)। শোনা যাচ্ছে খুব শিগগিরি হয়তো মাদক কাণ্ডে গ্রেফতারও হতে পারেন তিনি। ইতিমধ‍্যেই দু দফা জেরার মুখে পড়েছেন অন‍ন‍্যা। মোদ্দা কথা, একটা ঘটনাতেই সবার দৃষ্টি ঘুরে গিয়েছে চাঙ্কি কন‍্যার দিকে।

তারকা সন্তান হলেও নিজের পরিচয়েও এখন যথেষ্ট জনপ্রিয় অনন‍্যা। ২০১৯ এ করন জোহরের ছবি ‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ২’ এর হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। ছবিতে অনন‍্যা ছাড়াও ছিলেন টাইগার শ্রফ ও তারা সুতারিয়া। তবে প্রথমে কিন্তু এই ছবিতে অভিনয় করার কথা ছিল না অনন‍্যার। এমনকি ছবি নির্মাতাদের তাঁকে নায়িকা হিসেবে পছন্দই ছিল না।


সূত্রের খবর, স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার ছবির দুজন অভিনেত্রীর জন‍্য প্রথমে সারা আলি খান এবং দিশা পাটানিকে ভাবা হয়েছিল। কিন্তু দুজনের কেউই রাজি হননি। তখনি করন জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের তরফে অনন‍্যা পাণ্ডেকে প্রস্তাব দেওয়া হয়। সে প্রস্তাব লুফে নিয়েছিলেন তিনি। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি।

এরপর ২০২০ তে মুক্তি পায় অনন‍্যা ও ঈশান খট্টর অভিনীত ‘খালি পিলি’। কিন্তু সেখানেও দুর্ভাগ‍্য। সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর সে সময় বলিউডে নেপোটিজম নিয়ে উত্তাল নেটমহল। সেই ক্ষোভের বলি হয়েছিল অনন‍্যা ঈশানের খালি পিলি। মাঝে কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকরের সঙ্গে ‘পতি পত্নি অউর ও’ ছবিতেও অভিনয় করেছিলেন অনন‍্যা। কিন্তু সেটাও তেমন ভাল ব‍্যবসা করতে পারেনি।


মাদক কাণ্ডে জড়ানোর আগে পরিচালক শকুন বাত্রার ছবির শুটিং শেষ করেছেন অনন‍্যা। দীপিকা পাডুকোন ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে এই ছবিতে দেখা যাবে তাঁকে। এছাড়া দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে ‘লাইগার’ ছবিতেও অভিনয় করতে চলেছেন তিনি।

সম্পর্কিত খবর

X