বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৮ই এপ্রিল রামপুরহাট অগ্নিকাণ্ড মামলায় অভিযুক্ত আনারুল হোসেনকে আদালতে আনা হয়েছে। বগটুই কান্ডে তিনিই ছিলেন মূল অভিযুক্ত। আজ শুক্রবারই সিবিআই এর একটি ইউনিট নিয়ে এসেছে তাকে।
আজ বিচারালয়ে প্রবেশের আগে সংবাদমাধ্যমের সামনে বগটুই কান্ডের মূল অভিযুক্ত দাবি করেন যে তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। যারা টিভিতে বড় বড় বিবৃতি দিয়েছে তারাই তাকে কৌশলে দোষী প্রমাণের চেষ্টা করছে বলে দাবি করেন আনারুল। তার এই মন্তব্য নিয়ে শুরু হয়েছে জল্পনা। আনারুলের ইঙ্গিত কি মৃতদের আত্মীয়দের দিকে নাকি রাজনৈতিক কোনও ব্যক্তিত্বের দিকে তা এখনও পরিষ্কার নয়।
অপর প্রান্তে সিবিআই যে চার জনের পলিগ্রাফ টেস্ট এর জন্যে আবেদন করেছিল রামপুরহাট আদালতে শুক্রবার তার শুনানি হওয়ার কথা। তারই মধ্যে মূল অভিযুক্ত আনারুলের পলিগ্রাফ টেস্টের আবেদনও কোর্টের কাছে জানিয়ে রেখেছে সিবিআই।
যদিও মমতা ব্যানার্জি পুলিশকে আনারুলের গ্রেফতারের আদেশ দিয়েছিলেন একসময়, তবুও আনারুল হোসেনের আস্থা ওঠেনি দলনেত্রীর ওপর থেকে। আদালতে প্রবেশের আগে অভিযুক্ত জানান, “বিচার ব্যাবস্থার উপর বিশ্বাস আছে, দিদির প্রতি আস্থা আছে। সব ঠিক হবে।”