বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গরের মেয়ে অনায়া বাঙ্গর (পূর্বে আরিয়ান)কয়েক মাস আগে তাঁর লিঙ্গ পরিবর্তনের বিষয়টি সামনে এনেছিলেন। তারপরেই তিনি (Anaya Bangar) উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে, এবার এক সাক্ষাৎকারে তিনি চাঞ্চল্যকর তথ্য উপস্থাপিত করেছেন। যেটির পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হইচই।
কী জানিয়েছেন অনায়া (Anaya Bangar):
অনায়া (Anaya Bangar) জানান, কিছু ক্রিকেটার তাঁকে নগ্ন ছবি পাঠিয়ে যৌনতার প্রস্তাব দিয়েছিলেন। তাঁর মতে, “কিছু ক্রিকেটার হঠাৎ আমাকে নগ্ন ছবি পাঠায়”। তিনি একজন সিনিয়র ক্রিকেটারের কথাও উল্লেখ করেন। যিনি তাঁর সামনে গালিগালাজ করতেন এবং তাঁর ছবি চাইতেন। আরেকটি ঘটনার কথা উল্লেখ করে অনায়া বলেন, যখন তিনি একজন প্রাক্তন ক্রিকেটারকে তার পরিচয় সম্পর্কে বলেন, তখন তিনিও অশালীন ইঙ্গিত করেন। এই ঘটনাগুলি থেকে স্পষ্ট হয়ে যাবে দেখায় যে, খেলার ক্ষেত্র সাম্যের প্রচার করলেও, তার পেছনের এখনও বৈষম্য এবং নির্যাতনের ছবি স্পষ্ট রয়েছে।
ক্লাব ক্রিকেটে নিজের পরিচিতি তৈরি করেছিলেন অনায়া: জানিয়ে রাখি যে, অনায়া (Anaya Bangar) ইসলাম জিমখানা এবং হিঙ্কলি ক্রিকেট ক্লাবের (লেস্টারশায়ার) হয়ে খেলেছেন। বাঁহাতি ব্যাটার হিসেবে তিনি ক্লাব পর্যায়ে ভালো পারফর্ম করেছিলেন। কিন্তু পেশাদার ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ করা এখন তাঁর পক্ষে প্রায় অসম্ভব।
আরও পড়ুন: ৮,৪৭৬ কোটির লোন! এবার এই দেশে বিরাট ধামাকা করতে চলেছে টাটা গ্রুপ
ICC এবং ECB-র কঠোর নিয়ম: উল্লেখ্য যে, ২০২৩ সালে, ICC স্পষ্ট করে বলেছিল যে, পুরুষ বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাওয়া খেলোয়াড়রা তাঁদের লিঙ্গ পরিবর্তন বা অস্ত্রোপচার যাই করুন না কেন তাঁরা মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি পাবে না।এদিকে, ECB ২০২৫ সাল থেকে এলিট ডোমেস্টিক ক্রিকেট থেকে ট্রান্সজেন্ডার মহিলাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশকে সাথে নিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন পুতিন? চিন্তা বাড়াচ্ছে ৩ টি যুদ্ধজাহাজ
অনায়া (Anaya Bangar) ইনস্টাগ্রামে এই বিষয়টির প্রতিবাদ জানিয়ে লিখেছেন যে, এই নীতিগুলি কেবল ট্রান্সজেন্ডারদের ব্রাত্য করার জন্যই তৈরি করা হয়েছে। তিনি ইনস্টাগ্রামে জানান, “যখন একজন খেলোয়াড় সমতার আশা নিয়ে খেলায় আসে, এবং সিস্টেম নিজেই তাকে বাদ দেয়, তখন প্রশ্ন জাগে: খেলাটি কি সবার জন্য, নাকি কেবল কয়েকজনের জন্য?”