বাংলাহান্ট ডেস্ক : একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার হল নদী থেকে। কর্ণাটকের একটি গ্রামে ঘটেছে এই ঘটনা। নদী বা মাটির তলা থেকে প্রাচীন মূর্তি উদ্ধার হওয়া নতুন কোনও ঘটনা নয়। এই ধরনের ঘটনা আমরা প্রায়শই শুনতে পাই। তবে এই ধরনের ঘটনার গুরুত্ব রয়েছে বেশ অপরিসীমভাবে। বিভিন্ন ধরনের গবেষণা হয়ে থাকে উদ্ধার হওয়া এই মূর্তির উপর।
তবে এবার কর্ণাটক থেকে যে বিষ্ণু মূর্তিটি উদ্ধার হয়েছে তার রয়েছে একটি বিশেষত্ব। নদী থেকে যে বিষ্ণুমূর্তি উদ্ধার হয়েছে সেটি দেখতে অযোধ্যার রামলালার মূর্তির মতো। এই মূর্তি প্রকাশ্যে আসার পর অনেকেই অবাক হয়ে গেছেন। এই বিষ্ণুমূর্তির সাথে একটি শিবলিঙ্গ উদ্ধার হয়েছে। কর্ণাটকের রায়চুর জেলার দেবাসুগুর গ্রামের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চারদিকে।
আরোও পড়ুন : আজই আসতে পারে সুখবর! বাজেটে কতটা DA বৃদ্ধি করতে পারে মমতা সরকার? জল্পনা তুঙ্গে
কৃষ্ণা নদী বয়ে গেছে এই গ্রামের পাশ দিয়ে। মূর্তি দুটি উদ্ধার হয়েছে এই কৃষ্ণা নদী থেকেই। এই মূর্তি দুটি উদ্ধার করেন এক মাঝি। এরপর তিনি যোগাযোগ করেন প্রশাসনের সাথে। মূর্তি দেখে এলাকার অনেকেই হতবাক হয়ে গেছেন। অনেকেই বলছেন কিছুদিন আগে অযোধ্যার রাম মন্দিরে যে রামলালার মূর্তির উদ্বোধন হয়েছিল, সেই মূর্তির সাথে হুবহু মিল রয়েছে কৃষ্ণা নদী থেকে উদ্ধার হওয়া এই বিষ্ণুমূর্তির।
প্রাচীন ইতিহাস ও প্রত্নতত্ত্বের অধ্যাপক ড. পদ্মজা দেশাই এই বিষয়ে জানিয়েছেন, পেডেস্টালের উপর স্থাপিত অযোধ্যার রাম মন্দিরের রামলালার মূর্তি, ঠিক তেমনি এই বিষ্ণুমূর্তিটিও স্থাপিত পেডেস্টালের উপর। দশাবতার যেমন অঙ্কিত রয়েছে রামলালার মূর্তির চারপাশে, ঠিক তেমনি এই বিষ্ণুমূর্তির চারপাশেও রয়েছে দশাবতার।