কিছুক্ষণেই ধেয়ে আসছে ভয়ঙ্কর কালবৈশাখী! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায় হাই অ্যালার্ট: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : চৈত্রের দাবদাহে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। দক্ষিণবঙ্গের (South Bengal) বেশকিছু জেলায় তো তাপমাত্রা ছাড়িয়ে গিয়েছিল ৪০ ডিগ্রির গণ্ডিও। তবে গত কয়েকদিনের ঝড়বৃষ্টির জেরে দফায় দফায় কমেছে পারদ মাত্রা। পারদপতন অব্যাহত ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। তবে আজ থেকে ফের মধ্যগগনে সূর্য। বৃষ্টি কি সুখবর শোনাবে?

গত কয়েকদিনে দফায় দফায় পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গে। তবে আজ থেকে ফের একবার স্বরূপ দেখাতে শুরু করেছে গ্রীষ্ম। তাপপ্রবাহের জেরে ফের একবার প্রাণ যায় যায় অবস্থা। তবে তার মাঝেই সুখবর শোনালো আবহাওয়া (Weather) দফতর। বৃষ্টির খবর দিল আলিপুর।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ সন্ধ্যা থেকেই ফের একবার বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের পাঁচ জেলা। তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের নাম। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। অর্থাৎ আগামী কয়েকদিন গরম থেকে মিলবে রেহাই।

আরও পড়ুন : T20 বিশ্বকাপে হার্দিক নয়, খেলবেন এই অলরাউন্ডার! পান্ডিয়ার বিকল্প খুঁজে পেল BCCI

এই পাঁচ জেলা ছাড়া হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা সেরকম নয়। অর্থাৎ তাপপ্রবাহ অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের বাকি জেলায়।

আরও পড়ুন : এক হারেই বিরাট ক্ষতির মুখে KKR! চিন্তায় গম্ভীর, বড় সমস্যায় নাইটরা

weather rain n

প্রসঙ্গত উল্লেখ্য, ইতিমধ্যেই হিট ওয়েভের অ্যালার্ট জারি হয়েছে বাঁকুড়া ও পুরুলিয়ার মত জেলাগুলিতে। তবে বিগত দুই দিনে তাপমাত্রা অনেকটাই কমেছে এই জেলাগুলিতে। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও তাপমাত্রা কিছুটা কমায় তাতেই স্বস্তি নেমে এসেছে বাঁকুড়া, পুরুলিয়ায়। তবে আগামি কয়েকদিনে ফের একবার পারদ চড়তে চলেছে এই দুই জেলায়। এই জেলাগুলির ওপর থেকে এখনই তাপপ্রবাহের সতর্কতা তুলে নিচ্ছেনা আবহাওয়া দফতর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর