এজবাস্টনে বেকায়দায় ভারত, ঘাতক সেই অ্যান্ডারসন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্ট ম্যাচে বৃষ্টি থাবা বসিয়েছে। তার আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নতুন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতীয় দলে খুব বেশি চমক ছিল না অনেকে আশা করেছিলেন হয়তো হনুমা বিহারী ওপেন করবেন কিন্তু তার বদলে শুভমান গিল এর সঙ্গে চেতেশ্বর পুজারাকেই ওপেন করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। ২০ ওভার খেলা হওয়ার পরেই এজবাস্টনে বৃষ্টি নামে, যার জন্য এখন খেলা স্থগিত রয়েছে।

যেটুকু সামান্য খেলা হয়েছে তাতে বলা যায় ম্যাচে এখন ইংল্যান্ডই এগিয়ে। দুই ওপেনার শুভমান গিল এবং চেতেশ্বর পুজারা ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। হনুমা বিহারির ক্যাচ পড়েছে একবার। তিনি ম্যাচের মাঝে লড়াই করার চেষ্টা করছেন আপ্রাণ। তিনি এখনো অব্দি ৪৬ বল খেলে ১৪ রানে ব্যাটিং করছেন। বিরাট কোহলি নামার কিছুক্ষণের মধ্যেই খেলাটি স্থগিত হয় তিনি ৭ বলে ১ রান করে ব্যাট করছেন।

ফের একবার ইংল্যান্ডের ত্রাতা রূপে উপস্থিত হয়েছেন জিমি অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে সাড়ে ছয়শোর ওপর উইকেট নেওয়া পেসার ইনিংসের সপ্তম ও অষ্টাদশতম ওভারে ফিরিয়ে দিয়েছেন শুভমান গিল (১৭) ও চেতেশ্বর পূজারাকে (১৩)। সেট হয়েও বোকার মত সেট হয়েও অফস্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে ফিরেছেন গিল। এক নিখুঁত ইনসুইংয়ে পূজারাকে ফিরিয়েছেন অ্যান্ডারসন। তিনি ৮ ওভার বল করে বার বার ব্যাটারদের সমস্যায় ফেলেছেন। তাকে প্রথম ইনিংসে সামলানোই বড় পরীক্ষা হবে বিরাটদের সামনে।

ভারতীয় প্রথম একাদশ:
শুভমান গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রিশভ পন্থ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ


Reetabrata Deb

সম্পর্কিত খবর