ভারতীয় শিবিরে স্বস্তি! দ্বিতীয় টেস্টে বাদ পড়তে পারেন ইংল্যান্ডের এই তারকা পেসার

বাংলা হান্ট ডেস্কঃ ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ে বিরাট ভূমিকা পালন করেছিলেন ইংল্যান্ডের সিনিয়র পেসার জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের দেওয়া বড় রানের টার্গেট চেজ করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা যখন ইনিংস গড়ার চেষ্টা করছিল সেই সময় একই ওভারে ভারতের দুই ব্যাটসম্যান শুভমান গিল এবং অজিঙ্কা রাহানেকে আউট করে ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙ্গে দিয়েছিলেন তিনি। এত ভালো বোলিং করার সত্ত্বেও সিরিজের দ্বিতীয় ম্যাচে অ্যান্ডারসনের খেলার কোন নিশ্চিয়তা নেই।

টানা ক্রীড়া সূচী থাকায় ইংল্যান্ড দলে পেস বোলারদের বিশ্রাম দেওয়ার জন্য ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়। বিশেষ করে বহুদিন হয়ে গেল স্টুয়ার্ট ব্রড এবং জেমস অ্যান্ডারসনকে একসাথে খেলানো হয় না। যেহেতু এই দুই সিনিয়র বোলারের বয়স হয়েছে তাই দুজনকেই পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়।

1613017590 ad

এই প্রসঙ্গে জেমস অ্যান্ডারসন বলেন, “পরপর টেস্ট ম্যাচ রয়েছে তাই বিশ্রামের প্রয়োজন।”
উল্লেখ্য, আর মাত্র 9 টি উইকেট নিতে পারলেই টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় 619 উইকেট নেওয়া অনিল কুম্বলেকে টপকে তৃতীয় স্থানে চলে যাবে 38 বছর বয়সী এই ইংরেজ পেসার।

ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউডও এই প্রসঙ্গে বলেছেন, ” অ্যান্ডারসনকে দলের বাইরে রাখা মুশকিল তবে বিশ্রামের কথাটাও আমাদের ভাবতে হবে। দেখা যায় কাকে খেলানো হয়, এখনো কোনও সিদ্ধান্ত হয়নি।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর