কর্ণাটকে এশিয়ার সবথেকে বড় লঙ্কা মার্কেটে অন্ধ্রপ্রদেশের কৃষক পেলেন এখনো পর্যন্ত সর্বাধিক দাম

বাংলা হান্ট ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের এক কৃষক ডাব্বি লঙ্কার (এক বিশেষ প্রজাতির লঙ্কা) এখনো পর্যন্ত সর্বাধিক দাম পেয়েছে। কৃষকরা নিজেদের ফসল বিক্রি করার জন্য কর্ণাটকের বৈদগীর এশিয়ার সবথেকে বড় লঙ্কা বাজারে যায়। ইংরেজি সংবাদ মাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, অন্ধ্রপ্রদেশের এক কৃষক সেই বাজারে ৩৬ হাজার ৯৯৯ টাকা প্রতি কুইন্টাল হিসেবে লঙ্কা বিক্রি করে। এটাই এখনো পর্যন্ত লঙ্কার সবথেকে বেশি দাম বলে জানা গিয়েছে।

কৃষক গুলেপ্পা বলেন, ‘প্রথমবার নিজের ফসল বিক্রি করার জন্য এশিয়ার সবথেকে বড় লঙ্কা মার্কেটে গিয়েছিলাম। আমি কখনো ভাবিনি যে, আমি আমার ফসলের এত দাম পাব। গত বছর আমি আমার ফসল গুন্টুরে বিক্রি করেছিলাম, সেখানে আমি সঠিক দাম পেয়েছিয়াম না। আমি এই লঙ্কা চাষের জন্য প্রতি কুইন্টার ১০ হাজার ৫০০ টাকা খরচ করেছি।”

গত সপ্তাহে এরকমই প্রজাতির লঙ্কা এই মার্কেটে ৩৫ হাজার ৫৫৫ টাকায় বিক্রি হয়েছিল। ২০১৯ সালে এই প্রজাতির লঙ্কা ৩৩ হাজার ৩৩৩ টাকা প্রতি কুইন্টাল দাম ছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ডাব্বি লঙ্কার ব্যবসা গত মাসেই কর্ণাটকের এই মার্কেটে শুরু হয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর