বাংলা হান্ট ডেস্ক: মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএলের প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। এবছর আইপিএলের প্রথম দল হিসেবে এই রেকর্ড গড়েছে কলকাতা। তবে শুধু প্লে-অফ নয়, একইসাথে প্রথম দুইয়ে থাকার রেকর্ডও গড়ে ফেলেছে নাইটরা। তবে এরইসাথে খারাপ খবরও এসেছে তাদের জন্য।
প্লেঅফে তো জায়গা পাকা নাইটদের। কিন্তু তারইমধ্যে বেশ উদ্বেগজনক খবর সামনে এসেছে। যা বেশ ক্ষতি করতে পারে নাইটদের এবারের অভিযান। আসলে প্লেঅফে কলকাতা নাও পেতে পারে আন্দ্রে রাসেলকে। সেরকমই সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ ওয়েস্ট ইন্ডিজের T20 বিশ্বকাপের দলে রয়েছেন তিনি। আর তাকে ফিরতে হবে শীঘ্রই।
ক্রিকেটাররা বিশ্বকাপের দলে থাকায় বিশ্বকাপের প্রস্তুতি নিতে হবে তাদের। তাই রাসেলকে ফিরতে হবে। আগামী ২২ মের মধ্যে দেশে ফিরতে হবে। ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের T20 সিরিজ রয়েছে ২৩ থেকে ২৬ মের মধ্যে। সেখানেই প্রস্তুতি ম্যাচ খেলবেন রাসেল।
আরও পড়ুন:সেরা সুযোগ! টাটা লঞ্চ করল Nexon এর সস্তা মডেল, জলের দামে নিয়ে যান পছন্দের গাড়ি
এদিকে প্লেঅফের ম্যাচে থাকছেন না ওপেনার ফিল সল্ট। তার সাথে এবার রাসেলকেও হারাতে পারে টিম কলকাতা। তার ফলে কলকাতা নাইট রাইডার্সের শক্তি অনেকখানি কমতে পারে। তবে কলকাতার টিম ম্যানেজমেন্ট আলোচনা চালাচ্ছে যাতে সল্ট এবং রাসেল, দুজনকেই দলে রাখা যায়। কিন্তু দুই দেশের বোর্ড রাজি না হলে শেষ অবধি রাসেল এবং সল্টকে ছাড়াই প্লেঅফে নামতে হবে নাইটদের।