বাংলা হান্ট ডেস্ক: T20 ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার আন্দ্রে রাসেল (Andre Russell)। বর্তমানে আন্তর্জাতিক T20 লিগে খেলছেন রাসেল। এমতাবস্থায়, গত ১ ফেব্রুয়ারি আবুধাবি নাইট রাইডার্স এবং গাল্ফ জায়ান্টদের মধ্যে খেলায় তিনি একটি বড় রেকর্ড গড়েছেন।
ইতিহাস গড়লেন রাসেল (Andre Russell):
ওই ম্যাচে মাত্র ৯ রানে আউট হয়ে গেলেও দুর্ধর্ষ নজির গড়েন রাসেল (Andre Russell)। হ্যাঁ বিষয়টি পড়ে কিছুটা অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। আসলে ওই ম্যাচে টম কুরানকে তিনি চার মারার পর, রাসেল T20 ক্রিকেটে দ্রুততম ৯,০০০ রান পূর্ণ করার নজির গড়েছেন। ২৫ তম খেলোয়াড় হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন।
Fastest to reach 9000 T20 runs:
(by balls faced)
5321* : Andre Russell
5915 : Glenn Maxwell
5985 : AB de Villiers
5988 : Kieron Pollard
6007 : Chris Gayle pic.twitter.com/jqYQCNWxe2— All Cricket Records (@Cric_records45) February 2, 2025
দ্রুততম ৯,০০০ রান: জানিয়ে রাখি যে, ৯,০০০ রান পূর্ণ করতে রাসেল (Andre Russell) খেলেছেন ৫,৩২১ টি বল। রাসেলের আগে T20-তে দ্রুততম ৯,০০০ রান পূর্ণ করার রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের কাছে। তিনি ৫,৯১৫ বলে ৯,০০০ রান পূর্ণ করেন। এদিকে, T20-তে ৯,০০০ রান পূর্ণ করা ব্যাটারদের তালিকায় রয়েছেন এবি ডি ভিলিয়ার্স (৫,৯৮৫ বল), কাইরন পোলার্ড (৫,৯৮৮ বল) এবং ক্রিস গেইল (৬,০০৭ বল)।
আরও পড়ুন: ভারতের কাছে আরব সাগরে “গুপ্তধন” খুঁজছে চিন! মোতায়েন দু’টি গোয়েন্দা জাহাজ, কি প্ল্যান জিনপিংয়ের?
রাসেলের T20 রেকর্ড: রাসেল (Andre Russell) এখনও পর্যন্ত ৫৩৬ টি T20 ম্যাচ খেলেছেন। যার মধ্যে তিনি ২৬.৭৯ গড়ে ৯,০০৪ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট হল ১৬৯.১৫। এর মধ্যে রয়েছে ২ টি সেঞ্চুরি ও ৩১ টি হাফ-সেঞ্চুরি। জানিয়ে রাখি যে, ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ক্রিকেটার ক্রিস গেইলের T20 ক্রিকেটে সর্বাধিক রান করার রেকর্ড রয়েছে। ৪৬৩ টি ম্যাচে ১৪৪.৭৫ স্ট্রাইক রেটে ১৪,৫৬২ রান করেছেন গেইল। এর মধ্যে রয়েছে ২২।টি সেঞ্চুরি ও ৮৮ টি হাফ-সেঞ্চুরি।
আরও পড়ুন: সংসদে ৯৫ মিনিট ধরে ঝড় তুললেন মোদী! বিরোধীদের কটাক্ষ করে হুঙ্কার প্রধানমন্ত্রীর
রাসেলের বোলিং রেকর্ড: T20-তে ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই রাসেলের (Andre Russell) রেকর্ড অত্যন্ত ভালো। এই ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার ২৫.৫৪ এভারেজে এবং ৮.৭১ ইকোনমিতে ৪৬৬ টি উইকেট নিয়েছেন। এদিকে, ৩৬ বছর বয়সী রাসেল এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। তবে তিনি বেশিরভাগ ঘরোয়া ক্রিকেট এবং বিদেশি T20 লিগ খেলেন। তবে, চলতি আন্তর্জাতিক T20 লিগে তেমন প্রভাব ফেলতে পারেননি রাসেল। এই মরশুমে তিনি ৯ টিইনিংসে ১৫৮.৫৩ স্ট্রাইক রেটে মাত্র ১৩০ রান করেছেন। এর মধ্যে রয়েছে ৭ টি চার ও ১২ টি ছক্কা। এদিকে, বোলিংয়ে নিয়েছেন মাত্র ২ টি উইকেট।