জেনে নিন কোন কোন মোবাইলে আসতে চলেছে অ্যান্ড্রয়েড ১০

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ গুগুল পিক্সেলের পর এবার অন্যন্য আন্ড্রয়েড ফোনেও আসতে চলেছে অ্যান্ড্রয়েড ১০ আপডেট। বিশ্বের নামী মোবাইল কোম্পানি গুলি ইতি মধ্যেই জানিয়ে দিয়েছে জানুয়ারি মাসের পরেই আসবে এই নতুন  আপডেট। Mi A2 এর জন্য অ্যান্ড্রয়েড ১০ আপডেট রিলিজ করে দিয়েছে। ওয়ানপ্লাসও তাদের ফোনগুলির জন্য নতুন অ্যান্ড্রয়েড ১০ আপডেট নিয়ে আসবে শিগিগিরি। দেখেনিন কোন কোন ফোনে আপনি পাবে Mi A2 এর জন্য অ্যান্ড্রয়েড ১০ আপডেট রিলিজ করে দিয়েছে। ওয়ানপ্লাসও তাদের ফোনগুলির জন্য নতুন অ্যান্ড্রয়েড ১০ আপডেট।

আন্ড্রয়েড তাদের অফিসিয়াল ওয়েব পেজে জানিয়েছে,  এই নতুন আন্ড্রয়েড ১০ আপডেটে আসছে Live Caption,Smart Reply,Sound Amplifier,Gesture Navigation,Dark themeএর সুবিধাও। আরো জানিয়েছে নতুন এই আপডেটে আরও নিয়ন্ত্রণের সাথে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে। নিরাপত্তার দিকটি তারা বিশেষ ভাবে নজর দিয়েছে। একই সাথে থাকছে গেম খেলার ক্ষেত্রে সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা।

 

শাওমি
• শাওমি এমআই এ 3
• রেডমি কে 20 প্রো
• রেডমি নোট 7
• রেডমি নোট 8 প্রো

রিয়েলমে –

• রিয়েলমে সি 2
• রিয়েলমে 2 প্রো
• রিয়েলমে 5 এস
• রিয়েলমে 5
• রিয়েলমে 5i
• রিয়েলমি 3
• রিয়েলমে 3 আই
• রিয়েলমে এক্স 2 প্রো
• রিয়েলমে এক্সটি
• রিয়েলমে এক্স
• রিয়েলমে 3 প্রো

Samsung-
• স্যামসং গ্যালাক্সি এস 9
• স্যামসং গ্যালাক্সি এস 9 প্লাস
• স্যামসং গ্যালাক্সি নোট 9
• স্যামসং গ্যালাক্সি ফোল্ড
• স্যামসং এম 40 40
• স্যামসং এম 30 এস

Oneplus-
• ওয়ানপ্লাস 5
• ওয়ানপ্লাস 5 টি

Nokia-
• নোকিয়া 1
• নোকিয়া 2.1
• নোকিয়া ৩.১
• নোকিয়া ৩.১ প্লাস
• নোকিয়া 5.1
• নোকিয়া 5.1 প্লাস
• নোকিয়া 8 সিরোকো
• নোকিয়া 2.2
• নোকিয়া ৩.২
• নোকিয়া 4.2
• নোকিয়া 6.2
• নোকিয়া 7.2

সম্পর্কিত খবর

X