বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ মিসবাহ উল হকের সঙ্গে বেশ কিছুদিন ধরেই মনোমালিন্য চলছে পিসিবির। বিশেষত, ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ এ টি-টোয়েন্টি সিরিজ হারের পর কোচ পরিবর্তনের জন্য মরিয়া বোর্ড। যদিও মিসবাহের সঙ্গে চুক্তি রয়েছে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি। কিন্তু এরই মাঝে পছন্দের বিদেশি কোচের তালিকা তৈরি করতে শুরু করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই তালিকাতেই শীর্ষে যে নামটি উঠে এসেছিল তা ছিল জিম্বাবুইয়ান তারকা অ্যান্ডি ফ্লাওয়ারের।
জিম্বাবুয়ের হয়ে একদশক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে অ্যান্ডির। বাঁহাতি এই ব্যাটসম্যান এক সময় রীতিমতো ত্রাস হয়ে উঠেছিলেন অনেকের কাছেই। জিম্বাবুয়ের জন্য ৬৩ টি টেস্ট ও ২১৩ টি ওয়ানডে মিলিয়ে ১১ হাজারেরও বেশি রান করেছিলেন অ্যান্ডি। ছিল ১৬টি শতকও। শুধু তাই নয় রয়েছে দীর্ঘ কোচিংয়ের অভিজ্ঞতাও। সাধারণত বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগগুলিতে কোচ হিসেবে কাজ করে আসছেন তিনি। এমনকি পিসিএলেও মুলতান সুলতানসের প্রধান কোচ তিনি।
এছাড়া ক্যারিবিয়ান লিগে সেন্ট লুসিয়া কিংস এবং আবুধাবি টি টেন লিগেও দিল্লি বুলসের হেড কোচের দায়িত্ব পালন করেছেন এই খেলোয়াড়। তাই স্বাভাবিকভাবেই পাক ক্রিকেট বোর্ডের প্রথম পছন্দ ছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। কিন্তু এই তারকা সাফ জানিয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করতে চান না তিনি। নিজের ব্যস্ত সিডিউলের কারণেই এই মুহূর্তে তার পক্ষে কোচিং করা সম্ভব নয় বলেই জানিয়েছেন ফ্লাওয়ার।
পিসিবিকে দেওয়া উত্তরে তিনি জানিয়েছেন, তিনি কেবল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যোগ দিতে চান। ব্যস্ততার কারণে তিনি পাকিস্তানি দলের প্রধান কোচ হতে চান না। প্রসঙ্গত উল্লেখ্য পাকিস্তান দলে এর আগে বিদেশি কোচেদের সঙ্গে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিশেষত ২০০৭ সালে কোচ বব উলমারের মৃত্যুকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল সংবাদমাধ্যমে।