বাংলাহান্ট ডেস্ক : ভোট মিটে যেতেই বড় খবর চাকরিপ্রার্থীদের জন্য। গ্রামীণ স্তরের অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi) বা সহায়িকা নিয়োগ করবে রাজ্য সরকার। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশে চাকরি পাওয়ার ফের একবার সুবর্ণ সুযোগ। বিভিন্ন এলাকায় যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি অবস্থিত সেখান থেকেই একটি শিশুর বুনিয়াদি শিক্ষার শুরু।
কেন্দ্রীয় সরকার এই কেন্দ্রগুলিতে শিশুর শিক্ষার পাশাপাশি ব্যবস্থা করে সুষম আহারের। একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নূন্যতম দুজন কর্মীর প্রয়োজন হয়। জেলার সিলেকশন কমিটি বিগত কয়েক বছরে নিয়োগ করেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মাস আগে ১৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের ঘোষণা করেন।
আরোও পড়ুন : OBC নিয়ে হাইকোর্টের রায়ের জের! WBCS-সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া বন্ধ করে দিল রাজ্য
রাজ্যের বহু চাকরি প্রার্থী অপেক্ষায় ছিলেন এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির। বিগত মানুষগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে আলিপুরদুয়ার, দার্জিলিং, হুগলি, কালিম্পং, মালদা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম বর্ধমান জেলাতে। এই জেলাগুলিতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পর শেষ হয়েছে আবেদন প্রক্রিয়া। কিছু জেলায় নিয়োগ পরীক্ষা হয়।
আরোও পড়ুন : এখনই খুলছে না স্কুল! আরও একবার বাড়ল গরমের ছুটি, রাজ্য সরকারের লেটেস্ট আপডেট
তবে অধিকাংশ জেলায় এখনো বাকি নিয়োগ পরীক্ষা। এই আবহে রাজ্যে নতুন করে ১৩ হাজার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়োগের কথা জানান। মুখ্যমন্ত্রী বলেন এই নিয়োগ সম্পন্ন হবে জেলা ভিত্তিক সিলেকশন কমিটির মাধ্যমে। তবে গত দুমাস ধরে অনুষ্ঠিত হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন।
তাই এই নিয়োগ সংক্রান্ত কোনো আপডেট সামনে আসেনি। লোকসভা নির্বাচন মিটে যেতে ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই সম্পন্ন হতে পারে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের প্রক্রিয়া। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার পাশাপাশি বাকি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল সহ সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষাও।
বিশেষজ্ঞদের ধারণা, ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষা মেটার পর আয়োজন করা হবে পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা। এই পরীক্ষাগুলি সম্পন্ন হলেই রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার আয়োজন করতে পারে। জেলাভিত্তিকভাবে জেলার কোনও জায়গায় আয়োজন করা হতে পারে এই পরীক্ষা।