বাংলা হান্ট ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক রেকর্ড সামনে আসছে। ইতিমধ্যেই এই লিগে পোল্যান্ডের স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কি গোল সংখ্যা বেড়ে ১০১ হয়েছে। এই বিপুল গোলের মাধ্যমে তিনি ওই লিগে ১০০ গোল করা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসির ক্লাবে যোগ দিয়েছেন। তবে, এই লিগেই এবার গোলের পাস বাড়ানোর তালিকায় চমক দেখালেন ডি মারিয়া (Ángel Di María)।
নজির গড়লেন ডি মারিয়া (Ángel Di María):
এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি (Ángel Di María)। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল এই পরিসংখ্যানে ডি মারিয়া টপকে গিয়েছেন লিয়োনেল মেসিকেও। তবে, চ্যাম্পিয়ন্স লিগে গোলের পাস বাড়ানোর তালিকায় সবার শীর্ষে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও রায়ান গিগস (৪১ টি পাস)। অর্থাৎ, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন ডি মারিয়া এবং লিওনেল মেসি।
জানিয়ে রাখি যে, রিয়াল মাদ্রিদের এই প্রাক্তন ফুটবলার বর্তমানে খেলছেন বেনফিকার হয়ে। চ্যাম্পিয়ন্স লিগে তিনি এখনও পর্যন্ত ৪১ টি গোলের পাস বাড়িয়েছেন। এদিকে, গত বৃহস্পতিবার রাতের ম্যাচে মোনাকোর বিরুদ্ধে বেনফিকা ৩-২ গোলে জিতেছে। এই জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার ডি মারিয়া (Ángel Di María)।
বেনফিকার হয়ে ইতিমধ্যেই ১৬ টি ম্যাচে ৮ টি গোল করে ফেলেছেন তিনি। এর পাশাপাশি ৫ টি গোলের জন্য তিনি পাস বাড়িয়েছেন। এদিকে, পরিসংখ্যান অনুযায়ী এই লিগে মেসি ৪০ টি গোলের পাস বাড়িয়েছেন। এমতাবস্থায়, রোনাল্ডো এবং রায়ান গিগসকে ছুঁয়ে ফেলার ক্ষেত্রে ডি মারিয়াকে (Ángel Di María) আর মাত্র ১ টি বল গোলের জন্য পাস করতে হবে।
আরও পড়ুন: গৌতম আদানির গ্রেফতারি পরোয়ানার বিষয়ে এবার সামনে এল ভারত সরকারের বিবৃতি! স্পষ্ট জানানো হল…..
জানিয়ে রাখি যে, ডি মারিয়ার (Ángel Di María) দল জিতে গেলেও তাঁর প্রাক্তন ক্লাব অর্থাৎ রিয়াল মাদ্রিদ লিভারপুলের বিরুদ্ধে পরাজিত হয়েছে। মূলত, ০-২ গোলে মাদ্রিদ হেরে গিয়েছে। লিভারপুলের হয়ে ম্যাক অ্যালিস্টার এবং কডি গ্যাকপো দুর্দান্ত গোল করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ১১২ টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। এদিকে, মেসি খেলেছেন ১৬৩ টি ম্যাচ।
আরও পড়ুন: বাংলাদেশে বিপদের মুখে হিন্দুরা! স্পষ্ট হচ্ছে অন্তর্বর্তী সরকারের কড়া মনোভাব, ঘনিয়ে আসছে বড় সঙ্কট
অপরদিকে, রোনাল্ডো খেলে ফেলেছেন ১৮৩ টি ম্যাচ। এমতাবস্থায়, পরিসংখ্যানের দিকে তাকালে এটা স্পষ্ট বোঝা যাবে যে, মেসির থেকে কম ম্যাচ খেলেই এই তালিকায় তাঁকে টপকে গিয়েছেন ডি মারিয়া (Ángel Di María)। শুধু তাই নয়, তাঁর সামনে এখন সুযোগ রয়েছে রোনাল্ডোকে টপকে যাওয়ারও। দেশের হয়ে খেলার সময়ে মেসির পাশেই খেলতেন ডি মারিয়া। ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন এই তারকা ফুটবলার। যদিও, নিজের ফর্ম ধরে রেখেছেন তিনি। প্যারিস স জরমের হয়ে খেলার সময়ও তিনি মেসির সতীর্থ ছিলেন। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদে দীর্ঘদিন খেলার কারণে ডি মারিয়া মেসি এবং রোনাল্ডোকেও একাধিক গোলের পাস বাড়িয়েছেন। এমতাবস্থায়, এই তালিকায় ডি মারিয়া শীর্ষে পৌঁছতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়।