সাকিব আর বাংলাদেশ কি মাঠে নোংরামি করতে নামে? হেরে বিস্ফোরক শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে নজির গড়লো বাংলাদেশ (Bangladesh Cricket Team)। এই বিশ্বকাপ (2023 ODI World Cup) থেকে তারা ইতিমধ্যেই ছিটকে গিয়েছে। শেষ দুই ম্যাচে তারা পাকিস্তানের মাটিতে ২০২৫ সালে আয়োজিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি যোগ্যতা অর্জন পর্বের জন্য লড়ছে। আজ সেই উদ্দেশ্যেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নেমেছিল সাকিব আল হাসানরা (Shakib Al Hasan)। সেখানেই তৈরি হলো ইতিহাস।

আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার খাতায়-কলমে এখনো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর সুযোগ রয়েছে। কিন্তু সেই সুযোগ বড় ধাক্কা খেলো যখন রান না করেই ড্রেসিংরুমে ফিরলেন শ্রীলঙ্কার তারকা ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস (Angelo Mathews)। কিন্তু তিনি যেভাবে আউট হলেন সেই বিষয়টি বিশ্ব ক্রিকেটে প্রথমবার। প্রথম ব্যাটসম্যান টাইম আউট হলেন ম্যাথিউজ। আইসিসির নিয়ম অনুযায়ী ব্যাটিং করতে আসা নতুন ব্যাটারকে ২ মিনিটের মধ্যে একটি বল মোকাবেলা করতে হবে। অ্যাঞ্জেলো ম্যাথিউস সময়মতো মাঠে ঢুকলেও হেলমেটের সমস্যার কারণে নির্ধারিত ২ মিনিটের মধ্যে বল খেলেননি। আর ঠিক এই সুযোগটি কাজে লাগান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি আম্পায়ার কে ব্যাপারটা জানাতেই আম্পায়ার তাকে জিজ্ঞাসা করে ম্যাথিউসকে আউট ঘোষণা করেন।

   

আর সেই ঘটনাই যেন তফাৎ গড়ে দিয়েছিল দুই দলের মধ্যে। শ্রীলঙ্কার সামলাতে কিছুটা সময় লাগে। ফলস্বরূপ আশালঙ্কা শতরান করলেও ২৮০ রানের বেশি টার্গেট বাংলাদেশকে দিতে পারেনি শ্রীলঙ্কা। রান তাড়া করতে সাকিব (৮২) ও শান্ত (৯০) ১৬৯ রানের পার্টনারশিপ গড়ে ম্যাচ ছিনিয়ে নিয়ে যায় শ্রীলঙ্কার হাত থেকে। দুজনকেই আউট করে ম্যাথিউস বদলা নিয়েছিলেন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে।

shakib mathews

আরও পড়ুন: বিশ্বকাপের মঞ্চে নতুন যুবরাজ পেলেন রোহিত! সেমির আগে BCCI-এর মুখে ফুটলো হাসি

ম্যাচ চলাকালীন একাধিকবার দুই দলের ক্রিকেটাররা ঝামেলায় জড়িয়েছেন। ম্যাচ শেষে হাতও মেলাননি তারা। সাকিব আল হাসান ম্যাচের শেষে এসে বলে গিয়েছেন, “আমি জানি না ওভাবে আউট করার বিষয়টা সঠিক কিনা। কিন্তু আমি মনে করেছিলাম যে আমি যুদ্ধে নেমেছি এবং তার জন্য দলের প্রয়োজনে আমি সব করতে পারবো।” এই নিয়ে যে বিতর্ক আরও কিছুদিন চলবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: সাকিব যে অসভ্যতা করেছেন সেটা প্রমাণ করলেন সৌরভ! কি ঘটেছিল আজ থেকে ১৬ বছর আগে?

ম্যাচ শেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তিনি বলেছেন, “সাকিব আল হাসান ও বাংলাদেশ যা করেছে তা ন্যাক্কারজনক। তারা যদি তাদের ক্রিকেটটা এভাবেই খেলতে চায়, তাহলে আমি বলব তাতে ঘোর সমস্যা রয়েছে; এটা একদম ন্যাক্কারজনক! আজকের আগে পর্যন্ত সাকিবের জন্য আমার বড় সমীহ ছিল; আজকের পর আর তার কিছুই নেই। আমাদের কাছে ভিডিও সহ প্রমাণ রয়েছে; এগুলো আমরা পরে বের করব।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর