ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বিধ্বংসী ক্রিকেটারকে ডাকলো শ্রীলঙ্কা! রোহিতদের দেখলেই জ্বলে ওঠেন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চোট পেয়েছেন শ্রীলঙ্কার (Sri Lankan Cricket Team) পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana)। জুনিয়র মালিঙ্গা বলে পরিচিত এই তারকা শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচে চোট পেয়ে তারপরে বিশ্বকাপে (2023 ODI World Cup) অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামতে পারেনি। যদিও অনেকেই আশঙ্কা করছেন যে হয়তো তার চোট খুব একটা গুরুতর নয়, কিন্তু যেহেতু দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান দুই দলের বিরুদ্ধেই নিজের নির্ধারিত দশ ওভারে ৯০-এর বেশি করে রান বিলিয়েছেন তিনি, তাই তাকে নিয়ে বিশ্বকাপে আর এগোতে চাইছে না শ্রীলঙ্কা।

তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তার পরিবর্ত হিসেবে শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে (Angelo Mathews) উড়িয়ে আনা হচ্ছে ভারতে। শ্রীলঙ্কার পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে। চলতি টুর্নামেন্টের নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার পাশাপাশি আফগানিস্তানের কাছেও হার শিকার করে বেশ কিছুটা বিপাকে রয়েছে বাটলাররা। তাদের হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ পাবে না শ্রীলঙ্কা।

সেই ম্যাচেই মাঠে নামতে পারেন ম্যাথিউস। আপনার ইংল্যান্ডের বিরুদ্ধে যদি না হয় তাহলে আফগানিস্তানের বিরুদ্ধে নিশ্চিতভাবেই মাঠে নামবেন তিনি। ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অন্তত একটি ম্যাচ তাকে খেলিয়ে নিতে চাইবে টিম ম্যানেজমেন্ট। ভারতের বিরুদ্ধে সব ফরম্যাট মিলিয়ে তার নামের পাশে রয়েছে তিনটি আন্তর্জাতিক শতরান।

angelo mathews

আরও পড়ুন: সচিনের সেঞ্চুরির রেকর্ড এখনও ছুঁতে পারেননি, কিন্তু ম্যাচ উইনার হিসাবে এগিয়ে গিয়েছেন কোহলি

অবশ্য এটাই শ্রীলঙ্কা শিবিরের প্রথম চোট আঘাতের সমস্যা নয়। কিছুদিন আগেই নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা চোট পেয়ে ছিটকে গিয়েছেন স্কোয়াড থেকে। তার জায়গায় চামিকা করুণারত্নেকে দলে নেওয়া হয়েছে। অধিনায়কত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কুশল মেন্ডিস।

আরও পড়ুন: ইংল্যান্ড নয়, ভারতের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হতে চলেছে….! BCCI-কে ইঙ্গিত আকাশ চোপড়ার

বিশ্বকাপে টানা তিনটে ম্যাচ হারের পর অবশেষে নেদারল্যান্ডের বিরুদ্ধে জয়ের মুখ দেখেছে শ্রীলঙ্কা। ভারতের বিরুদ্ধে নামার আগে তাদের পরবর্তী দুই প্রতিপক্ষ হল ইংল্যান্ড এবং আফগানিস্তান। এই দুই দেশকে হারাতে পারলে সেমিফাইনালে দৌড়ে প্রবল ভাবে ফিরে আসবে তারা।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর