কুমারীকে হতে হবে নিখুঁত, বেলুড় মঠে কুমারী পুজো সমর্থন করেন না ‘অ্যাংরি দিদি’ ঊর্ণা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় প্রতিদিনই নিত‍্যনতুন ভিডিও (video) চোখে পড়ে। তার মধ‍্যে কিছু ভিডিও আলাদা করে নজর কেড়ে নেয়। হয়তো খুব সাধারন ভাবে বানানো ভিডিওই হয়ে কন্টেন্ট ও দক্ষতায় হয়ে ওঠে অসাধারন। লকডাউনে এমনই বহু প্রতিভা ভাইরাল (viral) হয়েছিল নেটদুনিয়ায়। তাদের মধ‍্যে অন‍্যতম ঊর্ণা ব‍্যানার্জি (urna banerjee)।

তবে এই নাম বললে অনেকেই হয়তো চিনতে পারবেন না তাঁকে। সোশ‍্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় ‘অ্যাংরি দিদি’ (angry didi) নামে। সাদা বড় ফ্রেমের চশমা তাঁর ‘ট্রেড মার্ক’। রোজকার সাধারন ঘটনাই তার বলার গুণে ও কমিক সেন্সে হয়ে ওঠে মজাদার। কন্টেন্ট ও অভিনয় দক্ষতা দিয়ে রাজ চক্রবর্তীকেও ফ‍্যান বানিয়ে দিয়েছিলেন ঊর্ণা।


মাঝে বেশ কিছুদিন তেমন লাইমলাইট কাড়তে পারেননি অ্যাংরি দিদি। তবে সোশ‍্যাল মিডিয়ায় তাঁর পেজটি কিন্তু বেশ ফুলে ফেঁপে উঠছে। সামনেই পুজো। নতুন কন্টেন্ট পাওয়া যাবে তা জানা না গেলেও ঊর্ণার পুজোর প্ল‍্যান কিন্তু একেবারে তৈরি। কলকাতায় তিনি কোনোবারই থাকেন না। মামাবাড়ি পুরুলিয়াই হয়ে ওঠে পুজোর চারদিনের জন‍্য তাঁর বাসস্থান।

আনন্দবাজার অনলাইনকে ঊর্ণা জানালেন পুরুলিয়ার দূর্গাপুজোর গল্প। সেখানে কলকাতার মতো এত আড়ম্বর না থাকলেও আন্তরিকতা আছে অনেকটা। থিম পুজোর বালাই নেই, আছে সাবেকি ঢঙে পুজো। ছোট থেকেই মামাবাড়ির পাড়ার পুজোর অংশ ঊর্ণা। এখন সেটা এক রকম বাড়ির পুজোই হয়ে গিয়েছে। পঞ্চমী, ষষ্ঠী কলকাতাতে কাটিয়েই সপ্তমীতে পুরুলিয়া পাড়ি দেন তাঁরা।


তবে শুধু পুরুলিয়া না। একদিন সময় করে ঊর্ণার মায়ের মামার বাড়ি জয়পুরেও চলে যান তাঁরা। সেখানকার রাজবাড়িতে দূর্গা প্রতিমা নাকি সোনার তৈরি। তবে জয়পুর রাজবাড়িতে প্রতিবার যাওয়া না হলেও জয়পুরে নিয়ম করে যান তাঁরা সকলে।

কিন্তু দূর্গাপুজোর একটি রীতি কিছুতেই মানতে পারেন না ঊর্ণা। তা হল কুমারী পুজো। তাঁর বাড়ির পাশেই বেলুড় মঠ। কিন্তু কোনোদিন দূর্গাপূজোয় সেখানে পা রাখেননি তিনি। ঊর্ণার কথায়, ‘নিয়ম অনুযায়ী কুমারীকে হতে হবে নিখুঁত, নিপুণ। কী অদ্ভুত এক অবিচার লুকিয়ে আছে এই নিয়মে। আমি নিজে কোনওদিন কুমারী হতে পারব না, কারণ জন্ম থেকেই আমার চোখে সমস্যা ছিল। আমার মতো এ রকম কত মেয়েই পারবে না দেহের কোনও বিকৃতি বা অসুখের জন্য। অথচ, যোগ্যতা কি কখনও পরিমাপ করা যায় শরীরের গঠন দিয়ে? এই প্রশ্নের উত্তর পাইনি আজও।’

সম্পর্কিত খবর

X