বাচ্চাকে হত্যার জের, একমাসে ২৫০ কুকুর মেরে প্রতিশোধ নিল ক্ষুব্ধ বানর সেনা! আতঙ্ক এলাকায়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের বিডে এমন একটি ঘটনা ঘটেছে যা শুনলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। যেখানে প্রতিশোধপরায়ণ একটি বানরগোষ্ঠী ২৫০ টি কুকুরকে রাস্তা থেকে ধরে নিয়ে হত্যা করেছে। অবশ্য এই ঘটনার পেছনে একটি বড় রকমের কারণ ছিল। কিছুদিন আগেই সেই এলাকায় কুকুরের একটি দল একটি বাচ্চা বানরকে হত্যা করেছিল।

মুম্বাই থেকে ৩০০ মাইল পূর্বদিকে সরে আসলে সেখানে অবস্থিত বিড জেলার একটি গ্রামীণ শহর মাজালগাঁওয়ে এই বিস্ময়কর ঘটনাটি ঘটেছে। স্থানীয় প্রশাসনের রিপোর্ট অনুযায়ী কয়েকদিন আগে কিছু কুকুর একটি শিশু বানরকে ঘিরে ফেলে বিশ্রীভাবে হত্যা করে। সেই ঘটনায় ক্রোধে অন্ধ হয়ে যাওয়া বাদর গোষ্ঠী প্রতিশোধ নিতে এলাকায় একটি দল বেঁধে তাণ্ডব চালিয়েছে এবং একাধিক কুকুরছানা ধরে এবং তাদের অনেক উচ্চতা থেকে মাটিতে ফেলে হত্যা করেছে। এই দুঃখজনক ঘটনা নিয়ে এলাকাবাসীদের প্রশ্ন করা হলে তাদের মতে গত এক মাসে জেলায় প্রায় ২৫০ টি কুকুরকে এভাবে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে।

   

বনবিভাগের কর্তারা বনে তল্লাশি চালিয়েও বানরের দলটিকে থামাতে পারেনি। গ্রামবাসীদের বিশ্বাস বানররা তাদের একজন প্রতিনিধির মৃত্যুর প্রতিশোধ এভাবে নিচ্ছে। ব্যাপারটি অবশ্য শুধু কুকুরদের উপর আক্রমণেই সীমাবদ্ধ ছিল না। প্রায় সব কুকুরছানাদের মেরে ফেলার পর এই হিংস্র জন্তুরা গ্রামের স্কুলগামী শিশুদের ওপর আক্রমণ শুরু করে। এটি গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে।

আপাতত সেই অঞ্চলের বনবিভাগের তরফ থেকে বানর ধরার যাবতীয় প্রাথমিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে গিয়েছিল। কিন্তু এরপর বন বিভাগের কর্মকর্তারা ভয়ঙ্কর বানর ধরার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা নিয়ে এসেছিলেন। তারা একটি ফাঁদ তৈরি করে এবং শেষপর্যন্ত সেই বানরের দলকে ফাঁদে ফেলতে সক্ষম হয়। যদিও তাদের নিয়ে এবার কি করা হবে সেই আলোচনা চলছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর