‘অসভ‍্য, চরিত্রহীন, পাগলাগারদে রাখা উচিত’, জিয়া খানের সঙ্গে ভাইরাল ভিডিও দেখে মহেশকে তোপ নেটিজেনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর যেসব তারকারা চর্চায় উঠে এসেছেন তাদের মধ‍্যে অন‍্যতম বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট (mahesh bhatt)। দীর্ঘদিনের বলিউড কেরিয়ারে বহুবার বহু বিতর্কের সম্মুখীন হয়েছেন পরিচালক। অন‍্য রকমের চিন্তাধারার জন‍্য পরিচিত মহেশ নিজের কিছু মন্তব‍্যের জন‍্য সমালোচনার মুখেও পড়েছেন বেশ কয়েকবার।
সম্প্রতি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার জন‍্য তুমুল সমালোচনার মুখে পড়েছেন মহেশ ভাট। এমনকি রিয়াকে পুলিসি জেরার পর জানা গিয়েছে পরিচালকই তাঁকে বলেছিলেন সুশান্তের থেকে নিজেকে সরিয়ে নিতে। প্রয়াত অভিনেত্রী পরভীন বাবির মতো সুশান্তও একদিন আত্মহত‍্যা করবে। মহেশ ভাটের এই বক্তব‍্যের পরেই তোলপাড় হয়েছে সোশ‍্যাল মিডিয়া। সুশান্তের আত্মহত‍্যা করার ভবিষ‍্যৎবানী তিনি আগেই কিভাবে দিলেন সেই নিয়ে উঠেছে প্রশ্ন।


এবার সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রয়াত অভিনেত্রী জিয়া খানের সঙ্গে মহেশ ভাটের একটি পুরনো ভিডিও। ভিডিওতে জিয়ার কাঁধে হাত দিয়ে বেশ ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখা যাচ্ছে পরিচালককে। ভিডিওটির সঙ্গে রিয়া চক্রবর্তী ও মহেশ ভাটের ভিডিওর বেশ সাদৃশ‍্য লক্ষ করছেন নেটিজেনরা।

https://twitter.com/vivek_dhruv/status/1281558326493339649?s=19

মহেশ ভাটের একটি টুইটের উত্তরে এই পুরনো ভিডিওটি শেয়ার করেন এক ব‍্যক্তি। নেটিজেনরাও নানান রকম মন্তব‍্য করছেন ভিডিওটির প্রসঙ্গে। একজন লিখেছেন, ‘উনি তরুনী মহিলাদের প্রতি আসক্ত।’ অপর একজন লিখেছেন, ‘উনি চরিত্রহীন। পাগলাগারদে ভর্তি করা উচিত ওঁকে। এমন মানুষ তো শিশুদেরও ধর্ষণ করতে পারে।’

প্রসঙ্গত, সুশান্তের মৃত‍্যুর প‍র আলিয়া ভাট, মহেশ ভাটের বিরুদ্ধে বারে বারে সোচ্চার হচ্ছেন নেটিজেনরা। সোশ‍্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। কিন্তু এখনও পর্যন্ত এই বিষয়ে কাউকেই মুখ খুলতে দেখা যায়নি। তবে নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন আলিয়া ও মহেশ।

সম্পর্কিত খবর

X