বাংলা হান্ট ডেস্কঃ বুধবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে টসে জিতে প্রথমে আরসিবিকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানাই হায়দ্রাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই দিন আরসিবির হয়ে ইনিংসের শুরু করেন বিরাট কোহলি এবং দেবদত্ত পাডিক্কল।
শুরুতেই দেবদত্ত পাডিক্কল দ্রুত আউট হয়ে গেলেও এইদিন চেন্নাইয়ের স্লো পিচে দুর্দান্ত ছন্দে ব্যাটিং করতে থাকেন অধিনায়ক বিরাট কোহলি। তবে চেন্নাইয়ের ঘূর্ণি পিচে স্পিনাররা বোলিং করতে আসার পরে বিরাট কোহলির স্ট্রাইক রেট কমতে থাকে, খুব বেশি পরিমাণে ডট বল খেলতে থাকেন বিরাট কোহলি। যার ফলে চাপ বাড়ে কোহলির উপর। ম্যাচের 13 তম ওভারে জেসন হোল্ডারের বলে আক্রমণাত্মক খেলতে গিয়ে বিজয় শংকর হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান বিরাট কোহলি।
#RCBvsSRH
Exasperated Virat Kohli caught on camera hitting a chair with his bat while walking off to pavilion after getting out tonight.#IPL2021 #IPL #ViratKohli #ABdeVilliers pic.twitter.com/6bkYCGWMad— Shubham J. Ghatul Patil (@ghatuls) April 14, 2021
চেন্নাই স্লো পিচে ভালো শুরু করেও এই ভাবে আউট হয়ে যাওয়ায় হতাশা ঘিরে ধরে বিরাট কোহলিকে। মাঠের মধ্যে তিনি নিজের আবেগ কন্ট্রোল করে রাখলেও মাঠের বাইরে যেতেই কোহলির রাগের বহি প্রকাশ ঘটে। মাঠের বাইরে যেতেই বিরাট কোহলির ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। বিরাট কোহলি নিজের ব্যাট দিয়ে চেয়ারে আঘাত করে, মুহূর্তের মধ্যেই ভিডিও ভাইরাল হয়ে যায় স্যোসাল মিডিয়ায়। অনেকেই অধিনায়ক বিরাট কোহলির এমন আচরণ করা নিয়ে সমালোচনা করেছেন। তাদের দাবি বিরাট একজন এত বড় মানের ক্রিকেটার হয়েও কি করে এইভাবে ক্ষোভ প্রকাশ করতে পারেন। আবার অনেকে এটিকে স্বাভাবিক ঘটনা বলেও মেনে নিয়েছেন।