বাংলা হান্ট ডেস্কঃ বুধবার রাতে অবস্থার অবনতি হয় অনশনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর। তাঁকে ভর্তি করা হয় আরজি কর হাসপাতালে। বর্তমানে সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তবে স্নিগ্ধা, পুলস্ত সহ বাকি ৬ জন জুনিয়র ডাক্তার এখনও অনশনে (Junior Doctors) রয়েছেন। কেমন আছে তাঁদের শরীর?
কেমন আছেন অনশনরত ৬ জুনিয়র ডাক্তার (Junior Doctors)?
গত শনিবার থেকে অনশনে বসেছেন এই জুনিয়র চিকিৎসকরা। প্রথমে ৬ জন অনশনে বসেন, পরবর্তীতে যোগ দেন আরজি করের অনিকেত (Aniket Mahato। বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে বাকিরা অটল! একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শুক্রবার সকালে স্নিগ্ধা, তনয়াদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। পালস রেট, রক্তচাপ পরীক্ষা হয়েছে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, অনশনকারী জুনিয়র চিকিৎসকদের প্রত্যেকেরই অল্পবিস্তর দুর্বলতা রয়েছে। শনিবার থেকে অনশনে (Hunger Strike) থাকার কারণে রক্তচাপ কমের দিকে। অনেকের পেশিতে টান ধরতে শুরু করেছে। কারোর আবার মাথা যন্ত্রণা করছে, মাথা ঘোরাচ্ছে। তবে শারীরিক দুর্বলতা থাকলেও তাঁরা নিজেদের দাবিতে অনড়! মনের জোরে এতটুকু ফাটল ধরেনি।
আরও পড়ুনঃ উৎসবের মাঝেই জোর ধাক্কা! সরকারি কর্মীদের চাকরি নিয়ে টানাটানি! ‘ছাঁটাই’ করতে পারে সরকার
এদিকে গতকাল সকালেই অনিকেতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডাক্তাররা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর রাতে তাঁকে অনশন মঞ্চ থেকে হুইল চেয়ারে করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। আজ ভোরে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) অন্যতম প্রতিনিধি দেবাশিস হালদার বলেন, অসুস্থ হলেও অনিকেতের মনোবল অটুট।
গতকাল যখন অনিকেতকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময়ও তিনি বাকি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন বলে খবর। এদিকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের আরেক ‘মুখ’ কিঞ্জল নন্দ (Kinjal Nanda) আরজি করের এই জুনিয়র চিকিৎসকের হাসিমুখের একটি ছবি শেয়ার করে সমাজমাধ্যমে লেখেন, ‘এই ভালো ছবিটা থাক, তুমি তো ঠিক থাকবেই। আমি জানি। সুস্থ হয়ে এসো, অনেক কথা আছে’।
অনশনকারী জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) শরীরের দিকে নজর রেখে সিনিয়র চিকিৎসকদের একাংশ তাঁদের অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন। আজ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেল করা হয়েছে। অনশনকারীদের চিকিৎসকদের শারীরিক অবস্থার দিকে নজর রেখে এই ব্যাপারটা সংবেদনশীলতার সঙ্গে দেখার আবেদন জানিয়েছেন তাঁরা।