বাংলা হান্ট ডেস্ক: বিদেশের আদালতে দেউলিয়া ঘোষণার পর ফের একবার খবরের শিরোনামে উঠে এলেন ভারতীয় ধনকুবের অনিল আম্বানি (Anil Ambani)। আসলে এবার তিনি তাঁর নতুন কোম্পানির জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন। জানিয়ে রাখি যে, হিন্দুজা গ্রুপের IIHL দ্বারা অনিল আম্বানির রিলায়েন্স ক্যাপিটালের জন্য প্রথম কিস্তির অর্থ প্রদানের সাথে সাথে, রেজোলিউশন পরিকল্পনার সমাপ্তি প্রায় নিশ্চিত। তবে, বর্তমানে অনিল আম্বানি রিলায়েন্স জয় প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড (RJPPL)-এর ওপর ভর করে রিয়েল এস্টেট বাজারে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গিয়েছে।
নতুন কোম্পানির মাধ্যমে রিয়েল এস্টেট সেক্টরে প্রবেশ করবেন অনিল আম্বানি (Anil Amban)i:
প্রসঙ্গত উল্লেখ্য যে, রিলায়েন্স ক্যাপিটাল গ্রুপের নতুন কোম্পানি রিলায়েন্স জয় প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড (RJPPL) এ “জয়” নামটি অনিল আম্বানির (Anil Ambani) ছেলের সাথে যুক্ত। এদিকে, এই খবর সামনে আসার পরেই বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল বেড়েছে। সম্প্রতি অনিল আম্বানি দেউলিয়া ঘোষণার পর দারুণভাবে প্রত্যাবর্তন করেছেন।
এদিকে, হিন্দুজা গোষ্ঠীর IIHL রিলায়েন্স ক্যাপিটালের জন্য প্রথম কিস্তি প্রদানের সাথে সাথে অনিল আম্বানির (Anil Ambani) ফাইনান্সিয়াল রিকভারি ঘটবে বলে অনুমান করা হচ্ছে। ঠিক এই আবহেই রিয়েল এস্টেট সেক্টরে অনিল আম্বানির প্রবেশকে তাঁর আর্থিক দখলকে শক্তিশালী করার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বদলে গেল মলদ্বীপের সুর! ভারতের প্রশংসায় পঞ্চমুখ মুইজ্জু সরকার, কেসটা কী?
গত কয়েকদিনে রিলায়েন্স ইনফ্রার পারফরম্যান্স ভালো ছিল না: অনিল আম্বানির (Anil Ambani) গ্রুপের কোম্পানি রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচারের শেয়ারের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। বর্তমানে ২১৮.৫৫ টাকায় ট্রেড করা এই শেয়ারটি ক্রমাগত ওঠানামা করেছে। এই শেয়ারের ৫২ সপ্তাহের উচ্চ স্তর হল ৩০৮ টাকা এবং ৫২ সপ্তাহের নিম্ন স্তর হল ১৪৪.৪৫ টাকা। এই উত্থান-পতন সত্বেও, রিলায়েন্স এনার্জি লিমিটেডের অধীনে সহায়ক সংস্থা RJPPL-এর প্রতিষ্ঠা, দ্রুত বর্ধনশীল রিয়েল এস্টেট বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: বিদেশের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীতকে সম্মান পাকিস্তানিদের! ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বললেন….
সংস্থাটি প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নের পরিকল্পনার অধীনে কাজ করবে: জানা গিয়েছে যে, অনিল আম্বানির (Anil Ambani) রিলায়েন্স জয় প্রোপার্টিজ লিমিটেড প্রধানমন্ত্রী আবাস যোজনা (PMAY-U) 2.0-এর অধীনে বিভিন্ন সম্পত্তির অংশীদারিত্ব, বিক্রয়, লিজ এবং ডেভেলপমেন্টের কাজ করবে। PM আবাস যোজনার উদ্দেশ্য হল শহুরে দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারগুলিকে কম খরচে বাড়ি দেওয়া।