বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (supreme court)। শীর্ষ আদালতের এই রায়ের পরেই তড়িঘড়ি মন্ত্রণালয়ের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী (home minister) অনিল দেশমুখ (anil deshmukh)।
মহারাষ্ট্র সরকারের আর্জিকে খারিজ করে বুধবারই সুশান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মুম্বই পুলিসকে নির্দেশ দেওয়া হয়েছে এতদিন পর্যন্ত তদন্ত থেকে প্রাপ্ত যাবতীয় প্রমাণ সবই সিবিআইয়ের হাতে তুলে দিতে। সিবিআইয়ের SIT টিম এবার শীঘ্রই মুম্বই পুলিসের ডিসিপি ক্রাইম ব্র্যাঞ্চ অফিসারের সঙ্গে দেখা করে মামলার সঙ্গে যুক্ত ময়না তদন্তের রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট, বয়ান, মোবাইলের ময়না তদন্ত রিপোর্ট নিজেদের অধিকারে নেবে।
শুনানির সময় শীর্ষ আদালত জানায়, বিহার পুলিসের এফআইআর দায়ের করার অধিকার ছিল। পাটনায় দায়ের হওয়া এফআইআর একদম সঠিক। বিহার পুলিসেরও মামলায় তদন্ত করার অধিকার ছিল। উপরন্তু মুম্বই পুলিস শুধুমাত্র সুশান্ত মৃত্যুকে আত্মহত্যা হিসাবে দেখে সেই অনুযায়ী তদন্ত করেছে। অপরদিকে বিহার পুলিস পুরো মামলাটির বিভিন্ন দিক খতিয়ে দেখে এফআইআর দায়ের করেছে।
প্রসঙ্গত, এতদিন পর্যন্ত মহারাষ্ট্র সরকারও সুশান্ত মামলায় সিবিআই তদন্তের বিরুদ্ধে ছিল। মহারাষ্ট্র সরকারের দাবি, মুম্বই পুলিসই এই মামলার তদন্ত শেষ করুক। কারন ইতিমধ্যেই এই বিষয়ে ৫৬ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। মহারাষ্ট্র সরকারের তরফে আরও বলা হয়, অভিনেতার মৃত্যুর মামলায় তদন্তের অধিকার মুম্বই পুলিসেরই রয়েছে। কারন সুশান্তের মৃত্যু হয় মুম্বইতেই।
প্রসঙ্গত, এর আগে বিহার পুলিসের সুশান্ত মামলার তদন্ত করা সম্পূর্ণ বেআইনি এবং এমতাবস্থায় এই মামলার তদন্ত সিবিআইকে দেওয়া বেআইনি হবে বলে শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেন রিয়া চক্রবর্তী। সেই আবেদনেরই শুনানিতে বুধবার সুশান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, পটনার রাজীব নগর থানায় রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সুশান্তের বাবা। ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪২, ৩৮০, ৪০৬, ৫০৬ এবং ৩০৬ ধারায় মামলা দায়ের হয়।