কড়কড়ে ১০ কোটি টাকার লোভনীয় টোপ, এই কারণে বিজ্ঞাপন ফিরিয়ে বাস্তবের হিরো অনিল কাপুর

বাংলাহান্ট ডেস্ক : বিনোদন জগতের অবিচ্ছিন্ন অংশ বিজ্ঞাপন (Advertisement)। ছোটপর্দায় তো ঘন ঘন বিজ্ঞাপনের ভিড়, বড়পর্দাতেও সিনেমার শুরুতে এবং মাঝে কিছু বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে। আর বর্তমানে বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপনে (Advertisement) দেখা যায় তারকা মুখ। বিশেষ করে পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপনগুলিতে দেখা যায় নামীদামী তারকাদের। কিন্তু এবার এমনি একটি বিজ্ঞাপনের প্রস্তাব ফেরালেন অভিনেতা অনিল কাপুর।

বিজ্ঞাপনের (Advertisement) চুক্তি ফেরালেন অনিল

সম্প্রতি এক জনপ্রিয় পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপনের (Advertisement) প্রস্তাব ফেরালেন অনিল কাপুর। ওই ব্র্যান্ডের তরফে দেওয়া ১০ কোটি টাকার চুক্তি প্রত্যাখ্যান করলেন তিনি। অনিল কাপুরের কথায়, ভক্তদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই কাজ করেছেন তিনি। এমন কোনো পণ্যের প্রচার তিনি করবেন না যাতে যুবসমাজের কোনো ক্ষতি হয়। পানমশলার ১০ কোটি টাকার বিজ্ঞাপনের (Advertisement) চুক্তি ফিরিয়ে দেওয়ার জন্য অনিলকে ধন্য ধন্য করছেন সকলে।

আরো পড়ুন : সিরিয়ালে বর-বউ, বাস্তবেও প্রেম! হাঁটুর বয়সী অয়ন্যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রিয়াজ?

পানমশলার বিজ্ঞাপন ফিরিয়ে দেন এই তারকারা

তবে অনিল প্রথম নন। এর আগেও একাধিক অভিনেতা ফিরিয়ে দিয়েছেন পানমশলার বিজ্ঞাপনের (Advertisement) প্রস্তাব। তালিকায় রয়েছে বলিউডের পাশাপাশি দক্ষিণী অভিনেতাদের নামও। তরুণ প্রজন্মের জনপ্রিয় মুখ কার্তিক আরিয়ান একটি পানমশলার বিজ্ঞাপনের (Advertisement) প্রস্তাব ফিরিয়ে দিয়ে রাতারাতি সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন। কোনো মাদকজাত পণ্যের বিজ্ঞাপন তিনি করবেন না বলেই জানিয়েছিলেন।

আরো পড়ুন : ক্যামেরা দেখলেই তেড়ে আসে! হাতের বাইরে তৈমুর, ছেলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন সইফ, চমকে উঠবেন শুনলে!

তালিকায় আছেন দক্ষিণী অভিনেতারাও

পুষ্পা ছবির ব্যাপক সাফল্যের পর আল্লু অর্জুনের কাছেও আসে পানমশলার বিজ্ঞাপন (Advertisement)। কিন্তু তা ফিরিয়ে দেন তিনি। আল্লু অর্জুন বলেছিলেন, তিনি যেহেতু সিনেমায় ধূমপান এবং মদ্যপানের দৃশ্য করেন তার জন্যই এমন বিজ্ঞাপনের (Advertisement) প্রস্তাব এসেছিল তাঁর কাছে। দক্ষিণী অভিনেতা ইয়াশের কাছেও এসেছিল একটি পানমশলা এবং এলাচের ব্র্যান্ডের বিজ্ঞাপন। কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন।

Advertisement

কয়েক লক্ষ টাকার পানমশলার বিজ্ঞাপন ফিরিয়ে দিয়েছিলেন জন আব্রাহাম। মৃত্যু বিক্রি করবেন না, এমন কারণ দেখিয়েই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন জন।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর