‘সিনিয়র হবে তোর বাপ’! বয়স নিয়ে মশকরা করায় প্রকাশ‍্যেই বরুনকে ধমক অনিল কাপুরের

বাংলাহান্ট ডেস্ক: নয় নয় করে ইন্ডাস্ট্রিতে কম দিন হল না অনিল কাপুরের (anil kapoor)। কিন্তু বয়স যত বাড়ছে ততই পাল্লা দিয়ে তারুণ‍্যও বাড়ছে অভিনেতার। উইকিপিডিয়া বলছে, বয়স তাঁর ৬৪ বছর। নাতি নাতনির দাদু হওয়ার বয়সে এখনো তরুণ অভিনেতা অভিনেত্রীদের টক্কর দিচ্ছেন অনিল। নিজের বয়স নিয়ে খুব সচেতন তিনি।

তাই তো বরুণ ধাওয়ানের (varun dhawan) কটাক্ষে চটে লাল হয়ে গেলেন অনিল। আসলে সম্প্রতি ‘যুগ যুগ জিও’ ছবির গোটা টিম ভিডিও আলোচনায় বসেছিল। অনিল ছাড়াও ছিলেন বরুণ ধাওয়ান, নীতু কাপুর, কিয়ারা আডবাণী। উদ্দেশ‍্য ছিল, ছবির মুক্তির তারিখ ঠিক করা। কিন্তু কেউই কোনো সিদ্ধান্তে আসতে পারছিলেন না।

947945 anil kapoor
তখনি অনিল কাপুরের বয়স নিয়ে মজা করে বরুণ বলেন, এই টিমের মধ‍্যে যিনি সবথেকে বর্ষীয়ান তিনিই যেন প্রথমে বলেন। মজাটা বুঝতে পারলেও কপট রাগ দেখিয়ে অনিল সঙ্গে সঙ্গে বলে ওঠেন, “সিনিয়র হবে তোর বাপ!” অভিনেতার মন্তব‍্য শুনে হাসিতে লুটিয়ে পড়েন বরুণ, নীতু, কিয়ারা।

কিয়ারা তারপর বলেন, ছবিতে তো অনিল বরুণের বাবার ভূমিকাতেই অভিনয় করেছেন। বরুনও সাফাই দিয়ে বলেন, হ‍্যাঁ, সেই জন‍্যই তো অনিলকে কথাটা বললেন তিনি। যদিও শেষমেষ আলোচনার কোনো সিদ্ধান্তই হয়নি। সাসপেন্স বজায় রেখে অনিল পরে ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে জানান, যে জন‍্য আলোচনা সেটাই জানা গেল না। অগত‍্যা তাঁকেও ছবির মুক্তির তারিখ জানার জন‍্য অপেক্ষা করতে হবে।

https://www.instagram.com/tv/CWfQ7fdDgsr/?utm_medium=copy_link

এই ছবির হাত ধরেই দীর্ঘ সময় পর ফের বলিউডে ‘কামব‍্যাক’ করছেন নীতু কাপুর। এছাড়াও রয়েছে বড় চমক। জনপ্রিয় ইউটিউবার প্রাজক্তা কোলিকে দেখা যাবে অনিল নীতুর সঙ্গে অভিনয়ে। এই ছবির হাত ধরেই ইউটিউব ছেড়ে বলিউডে বড়পর্দায় অভিষেক করতে চলেছেন প্রাজক্তা।

Niranjana Nag

সম্পর্কিত খবর