বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অনিল কুম্বলে, বললেন বিরাটের প্রস্তাব গ্রহণযোগ্য।

রাঁচিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট ম্যাচে দর্শক সংখ্যা খুবই কম হয়েছিল। এতটাই কম দর্শক হয়েছিল যে সেই ব্যাপারে মুখ খুলতে বাধ্য হয় ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই ব্যাপারে কোহলি বলেন ভারতের নির্দিষ্ট কয়েকটি টেস্ট কেন্দ্র বেছে নেওয়া দরকার শুধুমাত্র সেই স্টেডিয়ামে টেস্ট ম্যাচ করানো হবে। তাতে একদিকে যেমন টেস্ট ক্রিকেটের মান বৃদ্ধি পাবে তেমনি ক্রিকেটারসহ দর্শকরা আগে থেকে জানতে পারবেন যে কোথায় কখন টেস্ট ম্যাচ হবে ফলে দর্শক সংখ্যা বৃদ্ধি পাবে। আর বিরাট কোহলি এমন চিন্তা ভাবনা কে সমর্থন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের হেড অনিল কুম্বলে।

এইদিন বিরাট কোহলি বলেন ভারতের ক্রিকেট বোর্ডকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো ভারতীয় টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে একই নিয়ম চালু করা দরকার। অর্থাৎ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া যেমন তাদের বিশেষ কিছু সেরা স্টেডিয়ামে টেস্ট ম্যাচ করিয়ে থাকে তেমনি ভারতের সেই রকম কিছু স্টেডিয়াম বেছে নেওয়া দরকার এবং শুধুমাত্র সেই সকল স্টেডিয়াম গুলোতে টেস্ট ম্যাচ করানো দরকার। এই প্রস্তাবকে সমর্থন করে অনিল কুম্বলে বলেন বিরাট কোহলির এই দাবি গ্রহণযোগ্য।

647 112116065644

সেই সাথে কুম্বলে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান যে, যখন আমি ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলাম সেই সময় ছয়টি আলাদা আলাদা নতুন কেন্দ্রে আমাদের টেষ্ট ম্যাচ খেলতে হয়েছিল কিন্তু সেই সকল স্টেডিয়াম গুলিতে দর্শক সংখ্যা অনেক কম ছিল। একমাত্র ইন্ডোর স্টেডিয়ামেই মাঠ ভরা দেখতে পেয়েছিলাম কারণ এই স্টেডিয়ামটি শহরের একেবারে পাশেই ছিল তাই সহজেই মানুষ এই স্টেডিয়ামে চলে আসতে পারত।

Udayan Biswas

সম্পর্কিত খবর