ভ্যাকসিন নেওয়ার পরেও করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল বিজ

বাংলা হান্ট ডেস্কঃ করোনায় আক্রান্ত হলেন হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল বিজ (ANIL VIJ)। এই কথা তিনি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে জানান। সবথেকে বড় বিষয় হল, করোনার ভ্যাকসিনের ট্রায়ালের জন্য তিনি ভলেন্টিয়ার হিসেবে কাজ করে ভ্যাকসিনের ডোজ নিয়েছিলেন। ভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল চলাকালীন তিনি ভ্যাকসিনের ডোজ নেন। আর ভ্যাকসিনের ডোজ নেওয়ার কিছুদিন পরই তিনি করোনায় আক্রান্ত হলেন। নভেম্বর মাসের ২০ তারিখে ভারত বায়োটেক দ্বারা বিকশিত ভ্যাকসিনের ডোজ নিয়েছিলেন তিনি।

জানিয়ে দিই, আমাদের রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও ভলেন্টিয়ার হিসেবে নিজের নাম দাখিল করে করোনার ভ্যাকসিনের ডোজ নিয়েছিলেন। হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল বিজ করোনায় আক্রান্ত হওয়ার পর ওনাকে আম্বালার সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উনি ট্যুইট করে জানান, বিগত কয়েকদিনে ওনার সংস্পর্শে যারা যারা এসেছিলেন, তাঁরা যেন নিজের করোনার টেস্ট করিয়ে নেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর