প্ল্যাস্টিকের বস্তায় ভরে জলে ফেলে দেওয়া হয়েছিল অসহায় কুকুরকে, মৃতপ্রায় অবস্থায় উদ্ধার

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার সাথে সাথেই হু হু করে বাড়ছে পশু নির্যাতন। একের পর এক নির্যাতনের শিকার হচ্ছে অবলা প্রানীগুলি। এবার বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হল এক কুকুরকে৷ পুলিশ কর্মীরা যখন সেটিকে উদ্ধার করে তখন তার অবস্থা মর্মান্তিক, মৃতপ্রায় কুকুরটির প্রতিটি হাড় দৃশ্যমান৷ সামাজিক মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়তেই উঠেছে প্রতিবাদের ঝড়।

animal abuse 5 jpg

 

জানা যাচ্ছে ঘটনাটি স্পেনের। একদিন সকালে পুকুরে একটি রহস্য জনক প্ল্যাস্টিকের বস্তা ভাসতে দেখেন স্থানীয়রা। তারা সাথে সাথে পুলিশে খবর দেন। পুলিশ এসে বস্তাটি উদ্ধার করে তার মুখ খুলতেও ভিতরে একটি মৃতপ্রায় গ্রে হাউন্ড কুকুরক্র আবিস্কার করে। যার প্রতিটি হাড়ই গোনা যাচ্ছিল, সম্ভবত বেশ কিছুদিন ধরেই তাকে খেতে দেওয়া হয় নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে স্পেনে পশু নির্যাতন প্রতিদিনই বেড়ে চলেছে। এই ব্যাপারে তদন্তের আশ্বাস দিয়েছে সেখানকার পুলিশ।

animal abuse 3 jpg

 

কয়েক সপ্তাহ আগে আগে, কেরলের মালাপ্পুরম জেলায় বাজিভর্তি আনারস খাইয়ে হত‍্যা করা হল এক গর্ভবতী হাতিকে। সেই ঘটনার ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় আগুনের মত ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে দেশজুড়ে। সাধারন মানুষ থেকে তারকা সকলেই ক্ষোভ উগরে দিয়েছেন এই পাশবিক ঘটনা দেখে। আঁকা ছবি, কার্টুন, লেখায় বারে বারে উঠে আসছে হাতিটির প্রতি মানুষের অত‍্যাচারের কথা।

animal abuse 2 jpg

ঠিক তারপরই, ২৬ জুন শুধু অন্য বানরদের ভয় দেখানোর জন্য গলায় ফাঁস দিয়ে গাছের সাথে ঝুলিয়ে দেওয়া হয় ঐ বানরটিকে। সেই নৃশংস ঘটনার ভিডিও করে তা সামাজিক মাধ্যমে আপলোডও করা হয়েছিল। ভিডিওটি ভাইরাল হলে তা বন দপ্তরের নজরে আসে এবং তারা তদন্ত শুরু করে।

তদন্তে নেমে জানা যায়, গত কয়েকদিনে সাথুপল্লী ও আশেপাশের অঞ্চলে বানরদের উৎপাত ভীষণ বেড়ে যায়। তাই বানরদের শায়েস্তা করার জন্য তিন ব্যক্তি এক বানরকে ফাঁদ পেতে ধরে ফেলেন। তারপর প্রকাশ্যে গাছের ডালে ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়৷ তারা ভেবেছিলেন এই দৃশ্য দেখে বানররা আর উৎপাত করবে না।


সম্পর্কিত খবর