অভিষেকের মিছিল যাবে, তাই এলাকায় থাকা যাবে না গরু-ছাগল-কুকুর! এসডিও-বিডিওকে চিঠি হাওড়ার SP-র

বাংলা হান্ট ডেস্ক : জোর কদমে চলছে তৃণমূলের নব জোয়ার যাত্রা (Naba Jowar Yatra of Trinamool Congress)। শনিবার থেকে সোমবার হাওড়ার গ্রামীণ এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নেতৃত্বে এই পদ যাত্রা হবে। তার আগে নড়েচড়ে বসছে প্রশাসন। জেলার সমস্ত বিডিও এবং হাওড়া সদর ও উলুবেড়িয়া সদরের এসডিও-কে চিঠি লিখে নির্দেশ পাঠান জেলা পুলিস সুপার স্বাতী ভাঙারিয়া।

চিঠিতে বলা হয়েছে, সাংসদের কর্মসূচি তথা রোড শো, সভা, অধিবেশন, ভোটিং ইত্যাদি ৯ টি বিধানসভা কেন্দ্র জুড়ে হবে। এই সমস্ত এলাকায় রাস্তায় যাতে গরু, ষাঁড়, কুকুর, ছাগল চড়ে না বেরায় তা নিশ্চিত করতে হবে (animals have to remove from Abhishek Banerjee rally way) প্রশাসনকেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় জেড প্লাস নিরাপত্তা পান। তিনি এই রাজনৈতিক কর্মসূচি চলাকালীন রাত কাটাবেন এই এলাকাতেই। তাই যথাযথ নিরাপত্তারও ব্যবস্থা রাখতে হবে।

হাওড়া পুলিস সুপারের এই নির্দেশ নিয়ে চূড়ান্ত কটাক্ষ করেছে বিজেপি। কেবলমাত্র রাজনৈতিক কর্মসূচির জন্য প্রশাসন এই নির্দেশ দিতে পারে কিনা সেই প্রশ্ন উঠছে বিরোধী পক্ষের তরফ থেকে। এই প্রসঙ্গে পুলিস সুপারের দফতর সাফই দেয়, জেড প্লাস প্রোটেক্টির মিছিল যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অমিত শাহ বা জেপি নাড্ডার রোড শো হলেও একই ব্যবস্থা করা হত। এমনিতে হয়তো কিছুই হবে না। কিন্তু রাজনৈতিক মিছিলে ষাঁড় ঢুকে পড়ে লোকজনকে আহত করার ঘটনা বাংলাতেই ঘটেছে। তেমন কিছু ঘটে গেলে তখন পুলিসকেই কাঠগড়ায় তোলা হবে।

abhishek 2

প্রসঙ্গত, হাওড়ায় রাজনৈতিক মিছিলে ষাঁড় ঢুকে পড়ার পুরনো নজির রয়েছে। একুশ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ওই হাওড়ার সালকিয়ায় হুইলচেয়ারে করে রোড শো করেছিলেন। সেই রোড শোতে একটা ষাঁড় ঢুকে পড়ে ৪৫ মিনিট ধরে লণ্ডভণ্ড করেছিল।

এর আগে, একবার শিলিগুড়িতে বিজেপি নেতা মুকুল রায়ের একটি মিছিলে ষাঁড় ঢুকে পড়েছিল। সে ঘটনায় কেউ আহত হয়নি ঠিকই। কিন্তু উনিশ সালে আরামবাগে তৃণমূলের প্রচার মিছিলে দুটো ষাঁড় ঢুকে পড়ে মারামারি শুরু করে দেয়। এই ঘটনাতেও ৭ জন মহিলা কর্মী গুরুতর আহত হন। তাছাড়া হুগলির হিন্দমোটরে সিপিএমের একটি মিছিলে ষাঁড়ের গুঁতোয় আহত হন ৬ জন দলীয় কর্মী।

প্রশাসনিক সূত্রে বলা হচ্ছে, হাওড়া, হুগলিতে রাস্তায় খোলা ষাঁড়ের সমস্যা বহুদিনের। রাজ্যের অন্য জেলায় এত সমস্যা নেই। এর আগে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলে অভিষেকের সভা ও মিছিল হয়েছে। সেখানেও এই সমস্যা হয়নি।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর