পাঁচ মাসের প্রেমেই বিয়ে, অনিন্দিতা রায়চৌধুরীকে ‘দুষ্টু বুদ্ধি’ দিয়েছিলেন মানালি!

বাংলাহান্ট ডেস্ক: কথা মতো বিয়েটা সেরেই ফেললেন অনিন্দিতা রায়চৌধুরী (anindita roychowdhury) ও সুদীপ সরকার (sudip sarkar)। ২৬ জানুয়ারি সন্ধ‍্যায় আইনি বিয়ে সারলেও স্ত্রীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিলেন সুদীপ। সোশ‍্যাল মিডিয়ায় নব দম্পতির উজ্জ্বল হাসিমুখের ছবি মুহূর্তে ভাইরাল।

প্রজাতন্ত্র দিবসে গোটা দেশ যখন দেশপ্রেমে ডগমগ তখন নিজেদের প্রেমটা বিয়েতে বদলে ফেলার পরিকল্পনা কেন করলেন অনিন্দিতা সুদীপ? নেপথ‍্যে কিন্তু বেশ মজার একটা কাহিনি রয়েছে। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জানান, তিনি জন্মদিনেও শুটিং করতে রাজি। কিন্তু বিবাহ বার্ষিকীতে কাজে ডাকলে ভারী রাগ হবে।

IMG 20220126 130556
তাহলে উপায় কী? তখনি ঠিক হয় যে জাতীয় ছুটিতে বিয়ে হবে। তাহলে কেউ কখনোই বিবাহ বার্ষিকীতে বিরক্ত করতে পারবে না। অনিন্দিতা জানান, এই ‘দুষ্টু বুদ্ধি’টা নাকি তাঁকে দিয়েছিলেন মানালি মনীষা দে। ‘ধুলোকণা’তে অভিনয় করছেন দুজনেই। সহ অভিনেত্রীর মুশকিল আসানে হাজির হন মানালিই। উল্লেখ‍্য, তিনি নিজেও স্বাধীনতা দিবসে আইনি বিয়ে সেরেছিলেন।

বুধবার কলকাতার এক হোটেল ভাড়া করে বিয়ে সারেন সুদীপ অনিন্দিতা। লাল বেনারসী, গয়না, খোঁপায় সাদা ফুলের মালা দিয়ে সেজেছিলেন অভিনেত্রী। পাশে সাদা পাজামা পাঞ্জাবি ও লাল জহর কোটে ঝকঝকে সুদীপ। মালাবদল করে স্ত্রীর সিঁথিতে সিঁদুর পরিয়ে দেন তিনি।

সুদীপের বোধ হয় ইচ্ছা ছিল অনিন্দিতার নাকেও একটু সিঁদুর পড়ুক। কিন্তু তা হয়নি। শেষে নতুন বৌয়ের মাথা ধরেই ঝাঁকিয়ে দেন! কিন্তু তাতেও লাভ হল না। নব দম্পতির মজার সিঁদুর দানের ভিডিও ভাইরাল নেটমাধ‍্যমে।

https://www.facebook.com/manali.dey.31/videos/1045293272748597/

এর আগে সোশ‍্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছিলেন দুজনে। পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে হাসছেন সুদীপ অনিন্দিতা। অভিনেত্রীর কাঁধে হাত দিয়ে আঁকড়ে রেখেছেন তিনি। লাল ব্লাউজের সঙ্গে ধূসর ও সোনালির কাজ করা সুন্দর একটি শাড়ি পরেছেন অনিন্দিতা। সঙ্গে হালকা সোনার গয়না। সুদীপের পরনে নীল প্রিন্টের শার্ট ও কালো প‍্যান্ট।

অনিন্দিতা লিখেছেন, ‘নতুন শুরুর ম‍্যাজিক’। একই ছবি শেয়ার করেছেন সুদীপও। গানের লাইন ধার করে তিনি লিখেছেন, ‘এভাবেই গল্প হয়, আমাদের রূপকথায়। নতুন শুরুর জন‍্য। ভালবাসা দীর্ঘজীবী হোক।’ নতুন জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন ঐন্দ্রিলা শর্মা, বিক্রম চট্টোপাধ‍্যায়, স্বস্তিকা দত্ত, রুক্মা রায়, শ্রীতমা ভট্টাচার্যরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর