বাংলাহান্ট ডেস্ক: শুক্রবার রাতে হঠাৎই শোরগোল নেটপাড়ায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ‘স্বেচ্ছামৃত্যু’র কথা জানালেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য বসু (Anindya Bose)। কয়েক লাইনের একটি পোস্টে বিদায় নেওয়ার কথা লিখেছেন তিনি। লিখেছেন, নিজেকে খুব খারাপ লাগছে তাঁর। সঙ্গে আরো লিখেছেন তাঁর এই ‘স্বেচ্ছামৃত্যু’র জন্য কেউ দায়ী নয়।
আর এই পোস্ট দেখেই দুশ্চিন্তার ভাঁজ নেটনাগরিকদের কপালে। ঠিক কী লিখেছেন ‘শহর’ খ্যাত শিল্পী? তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখা, ‘নিজেকে খুব খারাপ লাগছে… তাই বিদায় নিচ্ছি… যারা আমাকে ভালবেসেছেন, আদর দিয়েছেন, সেই ছোট্টবেলা থেকে পছন্দ করেছেন… তাদের প্রত্যেককে প্রণাম… আমি খুব খারাপ মানুষ… তাই চলে যাওয়াই ভাল… আমি আপনাদের যোগ্য নই। আমার এই স্বেচ্ছামৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘুম পাচ্ছে’।
অনিন্দ্যর পোস্টটি চোখে পড়তেই মৃদু গুঞ্জন শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই প্রশ্ন করতে শুরু করেন, কী হয়েছে শিল্পীর? কোনো সমস্যায় পড়েছেন তিনি? হঠাৎ মৃত্যুর কথা কেন উঠে এল তাঁর পোস্টে? তিনি ঠিক আছেন তো? এমনি হাজারো প্রশ্ন করতে শুরু করেন নেটিজেনরা। শেষমেষ উত্তর আসে ‘ক্যাকটাস’ এর সিদ্ধার্থ রায়ের।
অনিন্দ্যর পোস্টের কমেন্ট বক্সে সিধু একটি মন্তব্য করেছেন। তিনি লিখেছেন, ‘তোমরা চিন্তা কোরো না! আমি ওর বাড়ি পৌঁছে গেছি। ওর যথেষ্ট যত্ন নেওয়া হচ্ছে’। যদিও অনিন্দ্য পোস্টটি তারপরেই ডিলিট করে দেন। বিষয়টা নিয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি। সিধু্র তরফেও আর কোনো উত্তর পাওয়া যায়নি।
এমতাবস্থায় প্রশ্ন উঠছে, হঠাৎ এমন পোস্ট করতে গেলেন কেন অনিন্দ্য? ব্যক্তিগত জীবনে কি কোনো সমস্যায় পড়েছেন তিনি? নাকি কেরিয়ারে কোনো বাধার সম্মুখীন হয়েছেন সঙ্গীতশিল্পী? তাঁর পোস্ট নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ালেও বিষয়টা নিয়ে আর টুঁ শব্দটাও করতে শোনা যায়নি অনিন্দ্যকে।