২ বছর পর ফের একফ্রেমে দুই ভাই, জি এর একই সিরিয়ালে ফিরলেন ‘গাঁটছড়া’র রাহুল-কুণাল!

বাংলাহান্ট ডেস্ক : কিছু কিছু সিরিয়াল শেষ হয়েও দর্শকদের মনে রয়ে যায়। সিরিয়ালের চরিত্রদের সঙ্গে একাত্ম হয়ে পড়েন মানুষ। স্টার জলসার ‘গাঁটছড়া’ ছিল এমনি একটি সিরিয়াল। সেখানে মুখ্য চরিত্র ঋদ্ধি-খড়ি তো বটেই, পার্শ্বচরিত্ররাও জনপ্রিয় হয়েছিল। ঋদ্ধি, রাহুল আর কুণাল তিন ভাইয়ের গল্প উঠে এসেছিল গাঁটছড়া সিরিয়ালে। রাহুল এবং কুণালের চরিত্রে দেখা গিয়েছিল অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) এবং রিয়াজ লস্করকে। সেই সিরিয়াল শেষের দীর্ঘ সময় পর আবারো একফ্রেমে দুই অভিনেতা।

ফের এক সিরিয়ালে অনিন্দ্য (Anindya Chatterjee) রিয়াজ

গাঁটছড়া সিরিয়ালে রাহুল এবং কুণাল, দুটি চরিত্রই বেশ পছন্দ করেছিলেন দর্শকরা। সেটে অনিন্দ্য আর রিয়াজের নানান মজার কাণ্ডকারখানার ভিডিও বেশ উপভোগ করতেন সকলে। অবশেষে এতদিন পর আবারো একই সিরিয়ালে ফিরলেন অন স্ক্রিনের দুই ভাই। যদিও এবার আর ভাইয়ের ভূমিকায় থাকছেন না তাঁরা।

Anindya chatterjee and riaz laskar reunited in this serial

ভাইরাল হয়েছে ছবি: জি বাংলায় সদ্য শুরু হওয়া ‘পরিণীতা’ সিরিয়ালের হাত ধরে আবারো একই সঙ্গে পর্দায় ফিরেছেন অনিন্দ্য (Anindya Chatterjee) এবং রিয়াজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন অনিন্দ্য। সেখানে অনস্ক্রিন ভাইয়ের সঙ্গে হাসিমুখে মিরর সেলফি তুলেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘আবার খেলা হবে’।

আরো পড়ুন : শুরু হতে না হতেই অঘটন, অস্তাচলে TRP, ‘মিত্তির বাড়ি’ ছাড়লেন এই অভিনেতা!

কোন সিরিয়ালে দেখা যাবে: জানিয়ে রাখি, পরিণীতা সিরিয়ালে রায়ানের ভাইয়ের ভূমিকায় দেখা যাচ্ছে রিয়াজকে। অন্যদিকে সদ্য এই গল্পে এন্ট্রি হয়েছে অনিন্দ্যর (Anindya Chatterjee)। রায়ান পারুলের ইউনিভার্সিটির এক সহপাঠীর চরিত্রে অভিনয় করছেন তিনি। প্রথম ঝলকে আভাস মিলেছে, পারুলের প্রতি একটা ভালোলাগা তৈরি হবে তার।

আরো পড়ুন : রাই-অনির্বাণের বিচ্ছেদই চূড়ান্ত, ফের নায়ক হয়ে ফিরবে শৌর্য! বিরাট চমক আসছে ‘মিঠিঝোরা’য়

শুধু এই একটি সিরিয়াল নয়। জি বাংলায় ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকেও দেখা যাচ্ছে তাঁকে। এই সিরিয়ালে পুঁটির নায়ক তথা একজন দু্ঁদে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে অনিন্দ্যকে!

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর