দু পায়ের মাঝে হাত ঢুকিয়ে এ কী করছেন অনিন্দ্য! ধরা পড়তেই সাফাই অভিনেতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বেশ দিলদরিয়া মানুষ বলেই পরিচিত অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। অনস্ক্রিনে যতই খলনায়কের চরিত্রে অভিনয় করুন না কেন, সোশ্যাল মিডিয়ায় অনিন্দ্য একেবারে অন্য মানুষ। বাস্তবে যে তিনি কতটা মজার মানুষ তা বোঝা যায় অনিন্দ্যর ইনস্টাগ্রাম প্রোফাইল ঘাঁটলেই। ব্যক্তিগত জীবনে অতীতের অন্ধকার দিনগুলো কাটিয়ে উঠে এখন সুস্থ জীবনে ফিরেছেন তিনি। তাঁর মজার কাণ্ডকারখানা বেশ উপভোগও করেন নেটিজেনরা।

এই মুহূর্তে ছোটপর্দায় ‘গাঁটছড়া’ সিরিয়ালে অভিনয় করছেন অনিন্দ্য। রাহুলের দুষ্টুমিতে দর্শকরা অতিষ্ঠ। অবশ্য ক্যামেরার পেছনেও কম দুষ্টুমি করেন না অনিন্দ্য। সেসবের ঝলক উঠে আসে তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে। কিন্তু সম্প্রতি মজা করতে গিয়ে বিশ্রী কাণ্ড ঘটিয়ে বসেছেন অভিনেতা।

গাঁটছড়ার সেটে ক্যামেরার পেছনে কী কী হয় সেসব মজার ছলে মাঝে মধ্যেই তুলে ধরেন অনিন্দ্য। সম্প্রতি এমনি একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানে দেখা যায়, সেটে একটি নীল পাঞ্জাবি আর সাদা পাজামা পরে বসে আছেন অভিনেতা। কিন্তু দু পায়ের ফাঁকে হাত ঢুকিয়ে এটা কী করছেন তিনি! দেখেই লজ্জায় লাল সেটের বাকিরা।

কিন্তু না, ভিডিওটি দেখে উলটো পালটা কিছু ভেবে বসবেন না যেন! ধরা পড়তেই তড়িঘড়ি সাফাই দেন অনিন্দ্য, সবাই যেটা ভাবছেন সেটা কিন্তু নয়। তিনি আসলে নিজের ফোন পরিস্কার করছিলেন। আর তাঁর হাত নাড়ানোর ভঙ্গি দেখে কী না কী ভেবে বসলেন সবাই! মজার ব্যাপারটা অস্বস্তিকর দিকে গড়াচ্ছে দেখে অনিন্দ্য অবশ্য মুছে দিয়েছেন ভিডিওটি।

প্রসঙ্গত, কিছুদিন ধরে শোনা যাচ্ছে স্টার জলসার শেষ হতে চলা সিরিয়ালের তালিকায় নাকি রয়েছে গাঁটছড়ার নামও। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি সিরিয়ালের কলাকুশলীরা। মুখে কুলুপ এঁটে রেখেছেন রাহুল ওরফে অনিন্দ্যও।

X