বাংলাহান্ট ডেস্ক: দশ দিনের বেশি হয়ে গেল হাসপাতালে লড়াই করছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। দু বার ক্যানসারকে হারিয়েছেন তিনি। ফের জীবন তাঁকে এনে ফেলেছে নতুন বাধার সম্মুখে। এটাও অতিক্রম করে বিজয়ীর হাসি নিয়ে ফিরবেন ঐন্দ্রিলা, দৃঢ় বিশ্বাস তাঁর আপনজনদের পাশাপাশি প্রত্যেক জন অনুরাগী, শুভাকাঙ্খীদের। কিন্তু এদিন সব্যসাচী চৌধুরীর (Sabyasachi Chowdhury) একটা পোস্ট মনের ভার বাড়িয়ে দিয়েছে সবার।
এই মানুষটা গত বছর ফেব্রুয়ারি থেকে ঐন্দ্রিলার পাশে ছায়ার মতো রয়েছেন। দ্বিতীয় বার ক্যানসার আক্রান্ত হওয়ার পর ঐন্দ্রিলা যখন ভেঙে পড়েছিলেন, সব্যসাচীই তাঁকে দু হাত দিয়ে আগলে রেখেছিলেন। ক্যানসার জয় করে ফিরে সবে একটু সুখের মুখ দেখতে শুরু করেছিলেন অভিনেত্রী। আবারো প্রতিকূলতার মধ্যে পড়তে হল তাঁকে।
আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ঐন্দ্রিলা। বিগত ১৪ দিন ধরে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে রয়েছেন তিনি। এবারও প্রথম থেকে ঐন্দ্রিলার পাশেই রয়েছেন সব্যসাচী। হাসপাতালের করিডোরেই কাটছে তাঁর দিন রাত। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট বার্তা দিয়েছিলেন, নিজের হাতে করে নিয়ে এসেছিলেন। নিজের হাতেই ফিরিয়ে নিয়ে যাবেন। এর অন্যথা হবে না।
সেই সব্যসাচীর সাম্প্রতিকতম পোস্টেই কেমনতরো সুর। সকলকে মন থেকে প্রার্থনা করার আর্জি জানিয়েছেন সব্যসাচী। মিরাক্যলের জন্য প্রার্থনা করছেন তিনি। এবার ঐন্দ্রিলা সব্যসাচীর হয়ে কলম ধরলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়।
তিনি লিখেছেন, ‘ঐন্দ্রিলাকে কিছুই লিখিনি ফেইসবুকে। খালি মনে মনে প্রার্থনা করে গেছি যেনো মেয়েটা সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি। আজকে শট দিতে যাওয়ার আগে সব্যসাচীর পোস্টটা বুকে লাগলো আবার। একটাই প্রার্থনা ঐন্দ্রিলা আগেও যেভাবে ফিরে এসেছে, এবারও যেনো সেটার পুনরাবৃত্তি হয়। আর সব্যসাচীকে দেখে অবাক হয়ে যাই। ভগবান আর এদের মতন প্রেমিক বানায় না। নিঃস্বার্থ ভালবাসা কাকে বলে এরাই জানে। পাশে দাঁড়াতে এরাই জানে। আমরা খালি ফেসবুক করি। লজ্জা হয় আয়নার সামনে দাড়াতে।’
হাসপাতাল সূত্রে খবর, এখনো পর্যন্ত সি প্যাপ সাপোর্টে রাখা হয়েছে ঐন্দ্রিলাকে। গত মঙ্গলবার যে সংক্রমণ ধরা পড়েছিল তাঁর শরীরে তা অ্যান্টি বায়োটিকের কারণে এখন নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু জ্বর ছাড়েনি ঐন্দ্রিলার। সকলেরই একটাই প্রার্থনা, ঐন্দ্রিলা দ্রুত সুস্থ হয়ে উঠুন। যে কথা সব্যসাচী দিয়েছেন সেটা যেন তিনি রাখতে পারেন।