অনিন্দ্যকে বারবার জোর না করার অনুরোধ মিমির! হঠাৎ কি হল দুই ‘বন্ধু’র?

Published On:

বাংলা হান্ট ডেস্ক : অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী (Anindya-Mimi) দুজনেই বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত মুখ। অনিন্দ্য-মিমির (Anindya-Mimi) বন্ধুত্বের কথা অজানা নয় কারো কাছেই। সোশ্যাল মিডিয়ায় হামেশাই চোখে পড়ে তাঁদের দুজনের খুনসুটির নানান ভিডিও। সম্প্রতি এমনই এক ভিডিওতে দেখা যাচ্ছে অনিন্দ্যকে একনাগাড়ে মিমি (Anindya-Mimi) অনুরোধ করছেন, ‘জোর করিস না, এই না না জোর করিস না।’

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনিন্দ্য-মিমির (Anindya-Mimi) ভিডিও

মিমির বারণ সত্ত্বেও নাছোড়বান্দা অনিন্দ্য সেরেই ফেললেন কাজটা। কিন্তু হঠাৎ কি এমন করছিলেন অভিনেতা? যার জন্য বারবার এই কাতর অনুরোধ করছেন মিমি? আসলে ব্যাপারটা তেমন কিছুই নয়। বরাবরের মতো এবারও বন্ধু মিমির সাথে দারুন মজার একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেতা।

সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, খাবার টেবিলে পরপর সাজানো রয়েছে নানান লোভনীয় খাবার। সেখানে রয়েছে পোলাও থেকে শুরু করে চিকেন সহ আরও কত কী! বোঝাই যাচ্ছে পুজোর মরশুমে ডায়েট ভুলে মনের আনন্দে সেই সব খাবার খাচ্ছেন মিমি।

তখন পাশ থেকেই অর্ধেক পনির পকোড়া নিয়ে মিমির পাতে তুলে দিচ্ছেন অনিন্দ্য। আর তখনই বন্ধু হাত ধরে অভিনেত্রীর কাতর অনুরোধ, ‘এই জোর করিস না। না না জোর করিস না।’ যদি ভিডিও দেখে বোঝাই যাচ্ছে মিমি আসলে না খাওয়ার ভান করছেন। যাকে বলে, ‘পেটে খিদে মুখে লাজ!’

আরও পড়ুন : জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে মৌসুমী ভৌমিক! শিল্পীর কণ্ঠে গান শুনে কাঁদলেন ডাক্তার অর্ণব

অর্থাৎ মিমির পনির পকোড়া খাওয়ার ইচ্ছে রয়েছে ষোল-আনা। কিন্তু মুখে বলছেন, ‘জোর করিস না।’ তাই শেষ পর্যন্ত নিজেই অনিন্দ্যর হাত ধরে পনির পকোড়াটা নি্জের পাতে নিয়ে নেন মিমিই। ভিডিওতে দেখা যাচ্ছে অনিন্দ্য বলছেন, ‘আচ্ছা ঠিক আছে জোর করছি না দে তাহলে’। তখনই মিমি আবার বলে ওঠেন, ‘আচ্ছা ঠিক আছে জোর করিস না, আমি খেয়ে নেব এঁটো হয়ে গেছে। ‘জোর করিস না’ ক্যাপশান দিয়ে অনিন্দ্য এই ভিডিও পোস্ট করতেই কমেন্ট সেকশনে উপচে পড়েছে মন্তব্যের বন্যা।

 

View this post on Instagram

 

A post shared by Anindya Chatterjee (@achatterjee4)

দিন এগিয়ে চললেও এখনও মনমরা অনেকে। আন্দোলন জোরদার করতেই অনশন বিক্ষোভে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। তাই এই সময় এমন ভিডিও দেখে বিরক্ত হয়েছেন অনেকেই। তাই ক্ষোভ উগরে দিয়ে কেউ লিখেছেন,‘আপনারও তো ডাক্তারদের আন্দোলনকে শুরুতে সমর্থন করেছিলেন। এখন ওঁরা অনশন করছেন, তখনএই ধরনের ভিডিয়ো পোস্ট করার কি খুব প্রয়োজন রয়েছে? খেতেই পারেন, তবে ভিডিয়ো দেওয়ার কি খুব দরকার আছে?’

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

X