বলিউডেও এবার অনির্বাণ ম‍্যাজিক, রানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অভিনেতা!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (bollywood) পাড়ি দিচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য (anirban bhattacharya)। আরেক জনপ্রিয় বাঙালি ললনার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি। রানি মুখার্জির (rani mukherjee) আগামী ছবি ‘মিসেস চ‍্যাটার্জি ভার্সেস নরওয়ে’তে অভিনয় করতে দেখা যাবে অনির্বাণকে। এমনি গুঞ্জনে এখন মুখরিত টলিপাড়া।

তবে গুঞ্জন তুঙ্গে উঠলেও বিষয়টি নিয়ে একেবারে স্পিকটি নট অনির্বাণ। এই বিষয়ে এখনি কিছু বলতে পারবেন না জানিয়ে দিয়েছেন তিনি। রানির এই আগামী ছবির পরিচালক অসীমা ছিব্বর। যুগ্ম ভাবে প্রযোজনা করছে জি স্টুডিও ও এনমে এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড। জানা গিয়েছে, ছবির বেশিরভাগ অংশের শুটিংই হবে বিদেশে। তবে ছবির অন‍্যান‍্য কলাকুশলীদের ব‍্যাপারে কিছুই জানা যায়নি।


নিজের ৪৩ তম জন্মদিনের দিনই এই ছবির ঘোষনা করেছিলেন রানি। পার্শ্ব চরিত্রে বেশি অভিনয় করেন বলে যে একটা ‘স্ট‍্যাম্প’ তাঁর গায়ে সেঁটে দেওয়া হয়েছে তা ঝেড়ে ফেলবেন তিনি আগামী ছবিতে। একা একজন মহিলা গোটা একটা দেশের বিরুদ্ধে কী ভাবে লড়াই করে সেই কাহিনিই উঠে আসবে এই ছবিতে। পাশাপাশি এই ছবির মাধ‍্যমেই অভিনয় জীবনে ২৫ বছর পূর্ণ হবে রানির। সব মিলিয়ে ছবিটি তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব‍্য করেন অভিনেত্রী।

অনেকদিন আগেই বলিউডে পা রেখেছেন অভিনেতা যিশু সেনগুপ্ত। বিদ‍্যা বালান, কঙ্গনা রানাওয়াত, আলিয়া ভাট, দীপিকা পাডুকোন সহ অনেকের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন তিনি। রানির ‘মর্দানি’ এবং ‘মর্দানি ২’ ছবিতে তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন যিশু।


বলা বাহুল‍্য, এই খবরে উচ্ছ্বসিত অনির্বাণ ভক্তরা। ২০১৫তে টেলিফিল্ম ‘কাদের কুলের বউ’ দিয়ে সিনেমা জগতে পা রাখেন অনির্বাণ। তাঁর আগে অবশ‍্য থিয়েটার করতেন তিনি। শ্বাশ্বত চট্টোপাধ‍্যায়ের টক শো ‘অপুর সংসার’এও দেখা গিয়েছে তাঁকে। অরিন্দম শীলের ‘ঈগলের চোখ’ বড়পর্দায় অনির্বাণের প্রথম ছবি। তারপর একে একে ধনঞ্জয়, উমা, গুমনামী, ভিঞ্চি দা, শাহজাহান রিজেন্সি, দ্বিতীয় পুরুষ, ড্রাকুলা স‍্যার এর মতো ছবি উপহার দিয়েছেন তিনি অনুরাগীদের।

সম্পর্কিত খবর

X