সিঁদুর পরাতে গিয়ে ঘেঁটে ঘ, অনির্বাণ-মধুরিমার মিষ্টি সিঁদুরদান পর্বের ভিডিও তুমুল ভাইরাল

   

বাংলাহান্ট ডেস্ক: গতকাল, ২৬ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (anirban bhattacharya)। নিজের দীর্ঘদিনের প্রেমিকা নাট‍্যকর্মী মধুরিমা গোস্বামীর সঙ্গেই পরিণয়ে আবদ্ধ হন টলিউডের এই ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’। বিয়ের পরদিন ২৭ নভেম্বর ছিল রিসেপশন। আর এবার ভাইরাল হল অনির্বাণ মধুরিমার বিয়ের সিঁদুর দান পর্বের ভিডিও।

তথাকথিত নিয়ম না মেনে রেজিস্ট্রি বিয়ে সারলেও মালাভদল ও সিঁদুরদান পর্ব রেখেছিলেন অনির্বাণ ও মধুরিমা। চুলের ডানদিকে সিঁথি করেছিলেন মধুরিমা। তাই সেখানেই সিঁদুর পরান অনির্বাণ। আর এই সিঁদুর পরাতে গিয়েই বিপত্তি। সিঁথির সিঁদুর সারা গালে পড়ে একাকার কাণ্ড।

Screenshot 2020 11 29 13 15 12 452 com.whatsapp

আবার অতিরিক্ত সিঁদুর নিজের হাতে আলতো করে মুছেও দিলেন অভিনেতা। বয়োজ‍্যেষ্ঠ‍্যরা বারণ করতে ভ‍্যাবাচ‍্যাকা খেয়ে অপ্রস্তুত অনির্বাণ। অন‍্যদিকে বরের কাণ্ড দেখে মুখে কপট রাগ বিরক্তি মধুরিমার। সব মিলিয়ে মিষ্টি ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.facebook.com/106662887514367/posts/224218929092095/?sfnsn=wiwspwa&d=w&vh=e&d=w&vh=e&extid=a

 

বিয়ের মতোই সল্টলেক ন‍্যাশনাল মাইম ইনস্টিটিউটে বসেছিল রিসেপশনের আসর। এদিনও ছিল সাদামাটা বাঙালি থিম। সাদা পাঞ্জাবি, নীল উত্তরীয়তে সেজেছিলেন অনির্বাণ। পাশে ধূসর রঙের শাড়ি ও হলুদ ব্লাউজে মিষ্টি দেখাচ্ছিল ধববধূ মধুরিমাকেও। গয়নাগাটিরও বেশি আড়ম্বর রাখেননি তিনি।

এদিন রিসেপশনে টলিউডের বহু তারকাকেই দেখা গিয়েছে। এসেছিলেন সস্ত্রীক গায়ক অনুপম রায়, পরিচালক সৃজিত মুখার্জি, মিথিলা, রুদ্রনীল ঘোষও। ‘বিন্দাস’ নবদম্পতির সঙ্গে সেলফিও তুলতে দেখা গেল সৃজিত মিথিলা ও রুদ্রনীলকে। হিন্দি গানের তালে নাচও করেন মধুরিমা।

প্রসঙ্গত, তথাকথিত ভাবে না হলেও বিয়েতে মালা বদল করেন অনির্বাণ-মধুরিমা। এদিন দুজনেই পরেছিলেন লাল পোশাক। মধুরিমার পরনে দেখা গেল লাল শাড়ি, ব্লাউজ। পাশে লাল পাঞ্জাবি পাজামায় চরম হ‍্যান্ডসাম অনির্বাণ। পাশাপাশি দাঁড়িয়ে ক‍্যামেরার জন‍্য পোজও দেন তাঁরা।

আগেই শোনা গিয়েছিল একেবারেই ভিন্ন কায়দায় বিয়ে করতে চলেছেন অনির্বাণ মধুরিমা। গান বাজনা খাওয়াদাওয়া সমেত ঘরোয়া অনুষ্ঠানেই চার হাত এক হবে বলে জানা গিয়েছিল।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর