সৃজিত-রুদ্রনীলের সঙ্গে ‘টুম্পা’ গানে চুটিয়ে নাচ অনির্বাণের, নতুন বরের ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (anirban bhattacharya)। নিজের দীর্ঘদিনের প্রেমিকা নাট‍্যকর্মী মধুরিমা গোস্বামীর সঙ্গেই পরিণয়ে আবদ্ধ হন টলিউডের এই ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’। বিয়ের পরদিন ২৭ নভেম্বর ছিল রিসেপশন। রিসেপশনে সাম্প্রতিক জনপ্রিয় বাংলা গানে নাচতে দেখা গেল অনির্বাণকে।

সম্প্রতি অত‍্যন্ত জনপ্রিয় হওয়া ‘টুম্পা’ গানে চুটিয়ে নাচতে দেখা গেল টলিউড অভিনেতাকে। তাঁর সঙ্গী হয়েছিলেন পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। অনির্বাণের এই নাচের ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ‍্যে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে।

অনির্বাণ মধুরিমার ‘পারিবারিক’ বিয়ের অনুষ্ঠানের বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। তার মধ‍্যে সিঁদুর দানের ভিডিওটি বেশ পছন্দ হয়েছে নেটজনতার। তথাকথিত নিয়ম না মেনে রেজিস্ট্রি বিয়ে সারলেও মালাবদল ও সিঁদুরদান পর্ব রেখেছিলেন অনির্বাণ ও মধুরিমা। চুলের ডানদিকে সিঁথি করেছিলেন মধুরিমা। তাই সেখানেই সিঁদুর পরান অনির্বাণ। আর এই সিঁদুর পরাতে গিয়েই বিপত্তি। সিঁথির সিঁদুর সারা গালে পড়ে একাকার কাণ্ড।

আবার অতিরিক্ত সিঁদুর নিজের হাতে আলতো করে মুছেও দেন অভিনেতা। বয়োজ‍্যেষ্ঠ‍্যরা বারণ করাতে ভ‍্যাবাচ‍্যাকা খেয়ে অপ্রস্তুত অনির্বাণ। অন‍্যদিকে বরের কাণ্ড দেখে মুখে কপট রাগ বিরক্তি মধুরিমার। সব মিলিয়ে মিষ্টি ভিডিওটি এখন তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

রিসেপশনে টলিউডের বহু তারকাকেই দেখা গিয়েছে। এসেছিলেন সস্ত্রীক গায়ক অনুপম রায়, পরিচালক সৃজিত মুখার্জি, মিথিলা, রুদ্রনীল ঘোষও। ‘বিন্দাস’ নবদম্পতির সঙ্গে সেলফিও তুলতে দেখা গিয়েছে সৃজিত মিথিলা ও রুদ্রনীলকে। হিন্দি গানের তালে নাচও করেন মধুরিমা।

 

View this post on Instagram

 

A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)

X