বাংলাহান্ট ডেস্ক: ‘কালের কোলে কপাল ফেরে; কেউ রাজা, কেউ রাজার বাপ’। প্রকাশ্যে এল অনির্বাণ ভট্টাচার্যের (anirban bhattacharya) পরিচালিত প্রথম ছবির ট্রেলার। আর প্রথম ছবিতেই চমক দিলেন অভিনেতা। উইলিয়াম শেক্সপিয়ার কালজয়ী নাটক ‘ম্যাকবেথ’এর (Macbeth) আদলে তিনি তৈরি করেছেন ‘মন্দার’ (mandaar)। মুক্তি পেল তারই প্রথম ঝলক।
ছবির নায়িকা সোহিনী সরকার (sohini sarkar)। বহু ছবিতে বহু চরিত্রে অভিনয় করেছেন সোহিনী। কিন্তু মন্দারের মতো এমন ধূর্ত, যৌনগন্ধী চরিত্রে সম্ভবত আগে কখনো দেখা যায়নি তাঁকে। তাঁর দু চোখের দৃষ্টি মাদকতা, আদিম লালসায় ভরা। চরিত্রের প্রয়োজনে খানিক বদলেছেন নিজের কণ্ঠস্বরও। ট্রেলারে বাস্তবিকই একজন বহুমুখী অভিনেত্রীর পরিচয় দিয়েছেন সোহিনী।
আলাদা করে উল্লেখের দাবি রাখেন নবাগত দেবাশিস মণ্ডলও। সোহিনীর সঙ্গে তালে তাল মিলিয়ে অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। প্রায় ২ মিনিট ৪৫ সেকেণ্ডের ট্রেলারটাই রহস্যের গন্ধে পরিপূর্ণ। গেইলপুরের গল্প তুলে ধরেছেন অনির্বাণ। শুধুমাত্র ক্যামেরার পেছনে আবদ্ধ না থেকে এই ছবিতে নিজেও অভিনয়ে নেমে পড়েছেন তিনি।
পুলিস অফিসারের চরিত্রে অনির্বাণের দেখা মিলল ট্রেলারে। এই প্রথম ছবি পরিচালনায় হাত পাকালেন অনির্বাণ। এর আগে অবশ্য নাটক পরিচালনা করেছেন তিনি। ম্যাকবেথের বাংলা উপস্থাপনা কেমন লাগে দর্শকদের, পরিচালক হিসেবে কতটা গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন অনির্বাণ সেটা সময়ই বলবে। জনপ্রিয় OTT প্ল্যাটফর্ম হইচই এর প্রথম ওয়ার্ল্ড ক্লাসিক ‘মন্দার’। আগামী ১৯ নভেম্বর থেকে দেখা যাবে এই ছবি।