শীতের ছুটিতে পুরী ভ্রমণ, ফেলুদার আসন্ন ছবির পোস্টার শেয়ার করলেন ‘ব‍্যোমকেশ’ অনির্বাণ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছর থেকেই উত্তেজনায় ফুটছিল ‘ফেলুদা’ (Feluda) প্রেমীরা। সত‍্যজিৎ রায়ের অমর সৃষ্টিকে আবারো বড়পর্দায় ফিরিয়ে আনছেন যে সন্দীপ রায়। রবিবারই এসভিএফ এর তরফে প্রকাশ‍্যে এল ‘হত‍্যাপুরী’র মুক্তির তারিখ। চলতি বছরে বড়দিনের ছুটিতেই রহস‍্য রোমাঞ্চের ওমে গা সেঁকে নেওয়ার পালা। কিন্তু ফেলুদা হচ্ছেন কে?

‘হত‍্যাপুরী’ আসার ঘোষনা যখন হয়েছিল তখন থেকেই এই প্রশ্নটা উঠতে শুরু করেছিল। কিন্তু এখনো পর্যন্ত উত্তরটা মেলেনি। তবে এবারে একটা বড়সড় ইঙ্গিত পেয়ে গিয়েছেন সিনেপ্রেমীরা। সোশ‍্যাল মিডিয়ায় ‘হত‍্যাপুরী’র পোস্টার শেয়ার করেছেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। ঘোষনা করেছেন, ফেলুদা আবারো ফিরছে বড়পর্দায়।


অবধারিত ভাবেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে অনির্বাণকে। তিনিই কি তবে নতুন ফেলুদা? সেই কারণেই ছবির প্রচার, নাকি এমনিই শেয়ার করলেন পোস্টার? উত্তর মেলেনি। মুখে কুলুপ এঁটেছেন পরিচালক সন্দীপ রায় সহ এসভিএফও। সিনেপ্রেমীরা আপাতত মগজাস্ত্রে শান দিন, এমনটাই ইঙ্গিত তাঁদের।

উল্লেখ‍্য, এর আগে সম্ভাব‍্য ফেলুদা চরিত্রাভিনেতা হিসাবে উঠে এসেছিল ইন্দ্রনীল সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ‍্যায়, জিতু কামালের মতো নাম। শোনা গিয়েছিল, নতুন ফেলুদার জন‍্য নাকি ইতিমধ‍্যেই ইন্দ্রনীলের অডিশন নিয়েছেন সন্দীপ রায়। উচ্চতা ও শারীরিক বৈশিষ্ট‍্যের দিক দিয়ে প্রদোষ মিত্রের সঙ্গে বেশ অনেকটাই মিল রয়েছে ইন্দ্রনীলের।

অপরদিকে পরমব্রত চট্টোপাধ‍্যায়কে একবার দেখা গিয়েছে ফেলুদার ভূমিকায়। সেটা অবশ‍্য বড়পর্দায় নয়, OTT প্ল‍্যাটফর্মে দেখা গিয়েছিল তাঁকে। তোপসে থেকে ফেলুদায় উত্তরণ হয়েছিল পরমব্রতর। এবারেও কি ফের তাঁকেই দেখা যাবে ফেলুদার ভূমিকায়? আরেক অভিনেতার কথা না বললেই নয়, তিনি জিতু কামাল। স্বয়ং সত‍্যজিৎ রায়ের চরিত্রে তাঁর লুক ধাঁধা লাগিয়েছিল সবার চোখে। ফেলুদাও তো সত‍্যজিতেরই সৃষ্টি। সেই হিসাবে জিতুর কথাও চিন্তাভাবনা করছে ফেলুদা প্রেমীরা।

প্রসঙ্গত, রবিবার এসভিএফ এর তরফে আরো সাতটি ছবির ঘোষনা করা হয়েছে। তার মধ‍্যে রয়েছে বড়পর্দায় অনির্বাণের প্রথম পরিচালিত ছবি বল্লভপুরের রূপকথা, এক্স ইক্যুয়ালস টু প্রেম, খেলা যখন, কুলের আচার, ব‍্যোমকেশ, কর্ণসুবর্ণের গুপ্তধন, দ‍্য একেন এর মতো ছবি।

X