বাংলাহান্ট ডেস্ক: অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya), টলিউডের রমণীমোহন অভিনেতা, যাঁর নামই যথেষ্ট মহিলামহলকে উত্তেজিত করার জন্য, তাঁর বিরুদ্ধেই কিনা উঠল লজ্জাজনক অভিযোগ। নিজের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজের অ্যাডমিনদের বিনা পারিশ্রমিকে খাটান তিনি, হুমকি দিয়ে জোর করে কাজ করানো হয় তাঁদের, এমনি বিষ্ফোরক অভিযোগ আনা হয়েছে অনির্বাণের বিরুদ্ধে।
ফেসবুকে একটি ভেরিফায়েড পেজ রয়েছে অনির্বাণের। সেখানেই এক দীর্ঘ বার্তা দিয়ে বিষ্ফোরক অভিযোগ করেছেন পেজের অ্যাডমিন প্যানেল। পোস্টে জানানো হয়েছে, ২০১৮ সালে পথচলা শুরু হয় ওই অফিশিয়াল পেজের। অনির্বাণ ভট্টাচার্যের প্রাক্তন ডিজিট্যাল ম্যানেজার তথা মুখ্য অ্যাডমিন এই পেজটিকে ফ্যানপেজ হিসাবে চালাতেন। তখন পেজটির ফলোয়ার ছিল ৪০০ জন। অনির্বাণের গুণমুগ্ধ ভক্ত হিসাবে তাঁর অনুমতি নিয়েই পেজটিকে অফিশিয়াল পেজে রূপান্তর করেন অ্যাডমিন।
অক্লান্ত পরিশ্রম করে ফলোয়ার বাড়িয়ে ভেরিফায়েডও করানো হয়। কিন্তু পেজটি যাঁর সেই অনির্বাণ ভট্টাচার্য অ্যাডমিনদের সঙ্গে অত্যন্ত জঘন্য ব্যবহার করে গিয়েছেন বলে দাবি করা হয়েছে পোস্টে। প্রযুক্তিগত ভাবে পেজটি তাঁর বা তাঁর অফিসের লোকজনের সঙ্গে কখনোই যুক্ত ছিল না। কারণ কোনো রকম চুক্তি সাক্ষর হয়নি। তাই কখনো কোনো পারিশ্রমিকও নাকি দেননি অনির্বাণ। কিন্তু বিনামূল্যে অ্যাডমিনদের দিয়ে নীরবে কাজ করিয়ে গিয়েছেন বলে দাবি করা হয়েছে পোস্টে।
শুধু অনির্বাণ নয়, এক প্রথম সারির প্রযোজনা সংস্থার বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ আনা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, এক বড় প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন অনির্বাণ। ওই সংস্থার সরাসরি নির্দেশেই তাঁর কাজ গুলো প্রোমোট করা হত পেজে। শুরুটা এভাবে হয়েছিল, ‘প্লিজ পোস্ট করে দিন’। আর তারপর সেটা দাঁড়ায়, ‘এক্ষুণি পোস্ট কর, না করলে লিগাল অ্যাকশন নেবো।’
এই চার বছর ধরে নিজেদের খরচায় অসংখ্য পোস্ট, ভিডিও এডিট, ফটোশুট করা হয়েছে বলে পোস্টে দাবি করেছে অ্যাডমিন প্যানেল। কখনো নিজের টিমকে কৃতজ্ঞতা টুকুও জানাননি অনির্বাণ। অতিমারীর পরে ‘পেড প্রোমোশন’ করা শুরু করবেন বলে ঠিক করেন অভিনেতা। সে সময়ে অ্যাডমিনকে পারিশ্রমিক দেবেন বলে জানালেও পরে নাকি তা ভুলে যান বলে জানান অ্যাডমিন।
এক সংবাদ মাধ্যমকে অনির্বাণের তিন সোশ্যাল মিডিয়া ম্যানেজার শ্রেয়া মিত্র, সাহানা রায় চৌধুরী ও অবন্তী ভট্টাচার্য অভিযোগ করেন, পরে অনির্বাণের এক ট্যালেন্ট ম্যানেজার নিযুক্ত হন। তিনি নাকি আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন অ্যাডমিনদের বিরুদ্ধে।
পেজের অ্যাডমিনরা জানান, অনির্বাণের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইতিমধ্যেই হ্যাক করা হয়েছে। তাঁরা প্রাণের ঝুঁকি নিয়ে এই পোস্টটি করেছেন। সেই সঙ্গে তাঁরা আরো জানিয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য চরিত্রের দিক থেকে জেন্টলম্যান। অন্য কোনো রকম অসম্মান তাঁদের হয়নি। কিন্তু এত বছরের অক্লান্ত পরিশ্রমের পারিশ্রমিক তো দূর, কৃতজ্ঞতা, সম্মানটুকুও তাঁরা পাননি।