‘মধুরিমা নাচলেই ভূমিকম্প হবে’, অনির্বাণের বিয়ে-রিসেপশনের ছবি প্রকাশ‍্যে আসতেই নববধূর ফিগার নিয়ে শুরু ট্রোল

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক: গতকাল, ২৬ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য (anirban bhattacharya)। নিজের দীর্ঘদিনের প্রেমিকা নাট‍্যকর্মী মধুরিমা গোস্বামীর সঙ্গেই পরিণয়ে আবদ্ধ হন টলিউডের এই ‘মোস্ট এলিজিবল ব‍্যাচেলর’। বিয়ের পরদিন ২৭ নভেম্বর ছিল রিসেপশন। এবার রিসেপশনের ছবি প্রকাশ‍্যে আসতেই ফের ট্রোলের বন‍্যা বইল মধুরিমাকে নিয়ে।

বিয়ের মতোই সল্টলেক ন‍্যাশনাল মাইম ইনস্টিটিউটে বসেছিল রিসেপশনের আসর। এদিনও ছিল সাদামাটা বাঙালি থিম। সাদা পাঞ্জাবি, নীল উত্তরীয়তে সেজেছিলেন অনির্বাণ। পাশে ধূসর রঙের শাড়ি ও হলুদ ব্লাউজে মিষ্টি দেখাচ্ছিল ধববধূ মধুরিমাকেও। গয়নাগাটিরও বেশি আড়ম্বর রাখেননি তিনি।


কিন্তু বিয়ের মতো রিসেপশনেও মধুরিমাকে দেখে ট্রোলের ফোয়ারা ছোটালেন নেটিজেনের একাংশ। অনির্বাণ পত্নির ফিগার নিয়ে শুরু হল ‘বডি শেমিং’। উড়ে এল বহু অশ্লীল মন্তব‍্যও। এমনকি রিসেপশনে হিন্দি গানের তালে মধুরিমা নেচেছেন শুনে অনেকে বললেন, ভূমিকম্প হবে।


তবে এসমস্ত ট্রোল, সমালোচনার থেকে অনেক দূরে অনির্বাণ মধুরিমা। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে এখনো বিয়ে ও রিসেপশনের কোনো ছবিই শেয়ার করেননি অভিনেতা। নিজের ব‍্যক্তিগত জীবন যে লোকচক্ষুর আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি তা অনেকেই জানে। তাই এসব ট্রোলকেও পাত্তা দেবার পাত্র নন অনির্বাণ মধুরিমা কেউই।


এদিন রিসেপশনে টলিউডের বহু তারকাকেই দেখা গিয়েছে। এসেছিলেন সস্ত্রীক গায়ক অনুপম রায়, পরিচালক সৃজিত মুখার্জি, মিথিলা, রুদ্রনীল ঘোষও। ‘বিন্দাস’ নবদম্পতির সঙ্গে সেলফিও তুলতে দেখা গেল সৃজিত মিথিলা ও রুদ্রনীলকে। হিন্দি গানের তালে নাচও করেন মধুরিমা।

প্রসঙ্গত, তথাকথিত ভাবে না হলেও বিয়েতে মালা বদল করেন অনির্বাণ-মধুরিমা। এদিন দুজনেই পরেছিলেন লাল পোশাক। মধুরিমার পরনে দেখা গেল লাল শাড়ি, ব্লাউজ। পাশে লাল পাঞ্জাবি পাজামায় চরম হ‍্যান্ডসাম অনির্বাণ। পাশাপাশি দাঁড়িয়ে ক‍্যামেরার জন‍্য পোজও দেন তাঁরা।


আগেই শোনা গিয়েছিল একেবারেই ভিন্ন কায়দায় বিয়ে করতে চলেছেন অনির্বাণ মধুরিমা। গান বাজনা খাওয়াদাওয়া সমেত ঘরোয়া অনুষ্ঠানেই চার হাত এক হবে বলে জানা গিয়েছিল।

X