ছবির পোস্টারে অবিকল সন্তোষ দত্ত! ‘জটায়ু হওয়ার স্পর্ধা নেই’, বললেন ‘একেন বাবু’ অনির্বাণ চক্রবর্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: লালমোহনবাবুর চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তা পেয়েছিলেন অনির্বাণ চক্রবর্তী (anirban chakraborty)। সেখান থেকে ডিজিটাল প্ল‍্যাটফর্মে ‘একেন বাবু’ (eken babu) সিরিজ। ছিলেন গোয়েন্দার বন্ধু, হয়ে উঠলেন নিজেই গোয়েন্দা। এবার আরো বড় বাজিমাত করে ফেলেছেন অভিনেতা। একেন বাবু আর শুধু ডিজিটাল দুনিয়ায় আটকে থাকবেন না। বড়পর্দাতেও এবার অভিষেক করতে চলেছে একেন বাবু।

প্রযোজনা সংস্থা এসভিএফ এর তরফে প্রকাশ‍্যে এল ছবির প্রথম পোস্টার। নাম ‘দ‍্য একেন’। ফেলুদা, ব‍্যোমকেশ বা অন‍্য বাঙালি গোয়েন্দাদের মতো নয় একেন বাবু। এই অন‍্য রকম ব‍্যাপারটাই মনে ধরেছে দর্শকদের। তার ফল সিরিজ থেকে বড়পর্দায় উত্তরণ।


এমন সাফল‍্য পেয়ে উচ্ছ্বসিত অনির্বাণ। জানালেন, শুধু ভারত নয়, গোটা বিশ্বেই নাকি এমন উদাহরণ বিরল যেখানে সিরিজ থেকে কোনো চরিত্র বড়পর্দায় এসেছে। সাধারণত এর উল্টোটাই হয়। তাই স্বাভাবিক ভাবেই খুশি পর্দার একেন বাবু। গোটা কৃতিত্বটাই দিয়েছেন দর্শকদের। তাদের ভালবাসা ছাড়া এমনটা সম্ভব হত না মোটেই।

আগামী বছরে মুক্তি পাবে একেন বাবুর প্রথম ছবি। জানুয়ারি মাসের শেষে দার্জিলিংয়ে শুরু হবে শুটিং। ওই শহরকে নিয়েই গল্প। ইতিমধ‍্যেই নাকি চিত্রনাট‍্য তৈরি হয়ে গিয়েছে পদ্মনাভ দাশগুপ্তের। বরাবরের মতো একেন বাবুর গল্প লিখেছেন সুজন দাশগুপ্ত। পরিচালনায় থাকছেন জয়দীপ মুখোপাধ‍্যায়। তবে এখনো ছবির গল্প বা অন‍্য অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে কিছুই খোলসা করেননি অনির্বাণ।

https://www.instagram.com/p/CWcUwA5vdYn/?utm_medium=copy_link

এসভিএফের তরফে প্রকাশ‍্যে আসা ছবির পোস্টারে একেন বাবুকে এক ঝলক দেখলে ‘জটায়ু’ সন্তোষ দত্ত ভেবে বসাটা অস্বাভাবিক নয়। অনির্বাণ চক্রবর্তীর সঙ্গেও প্রবাদপ্রতিম অভিনেতার অনেক মিল। উপরন্তু তিনি নিজেও লালমোহনবাবুর চরিত্রে অভিনয় করেছেন। তবে এ বিষয়ে আনন্দবাজার অনলাইনকে অভিনেতা বলেন, নিজের চেহারার উপরে তাঁর কোনো হাত নেই। প্রথম থেকেই একেন বাবুর লুক এমনি। জটায়ু হওয়ার স্পর্ধা তাঁর নেই।

X