প্রথম বাঙালি হিসেবে টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন করে দেশের নাম উজ্জ্বল করলো অনির্বাণ লাহিড়ী

অলিম্পিক কমিটি মঙ্গলবার তাদের চূড়ান্ত র্যাংকিং প্রকাশিত করেছে। সেখানে 60 তম স্থান দখল করে সরাসরি টোকিও অলিম্পিকে স্থান করে নিলেন ভারতীয় গলফার অনির্বাণ লাহিড়ী।

অনির্বাণ লাহিড়ী এশিয়ার প্রাপ্তন এক নম্বর এবং দু’বার ইউরোপ ট্যুর চ্যাম্পিয়ন। অলিম্পিক র্যাঙ্কিংয়ে 60 তম স্থান দখল করে বাঙালি হিসেবে টোকিও অলিম্পিকে জায়গা করে নিয়ে তিনি ভারতের নাম উজ্জ্বল করলেন।

anirban lahiri 647 x 404 091015104150

অলিম্পিকে জায়গা পাকা করার পর অনির্বাণ লাহিড়ী বলেছেন, “ভালো কিছু হবে সেটা জানতাম তবে এতটা আসা করিনি। আমি সবসময় ভালো খেলার চেষ্টা করতাম কখনই ভবিষ্যত নিয়ে বেশি চিন্তাভাবনা করতাম না। অলিম্পিকে সুযোগ আমি খুবই খুশি এবং নিজেকে ভাগ্যবান মনে করছি। দেশের জন্য কিছু করায় আমার প্রধান লক্ষ্য। আগামী কয়েক দিনের মধ্যেই আমি টোকিও অলিম্পিক নিয়ে নিজের পরিকল্পনা শুরু করে দিতে চাই।”

Udayan Biswas

সম্পর্কিত খবর