‘দু’জন কেন, ২০ জনকে গ্রেফতার করলেও খুশি হব না”, মুখ্যমন্ত্রীকে সাফ বার্তা আনিসের বাবার

বাংলাহান্ট ডেস্ক : আনিস খানের মৃত্যুতে তোলপাড় গোটা রাজ্য। তদন্তের দাবিতে সরব হয়েছে বাম ছাত্র সংগঠনগুলি। এরই মধ্যে গতকাল দুই পুলিশ কর্মীকে গ্রেপ্তার করেছে সিট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করেন এই গ্রেপ্তারের কথা। কিন্তু এসব কোনও কিছুতেই যে সন্তুষ্ট নয় মৃতের পরিবার আবারও তা সাফ জানালেন আনিস খানের বাবা সালেম খান।

এদিন তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যদি ২০ জনকেও গ্রেপ্তার করে তাতেও আশ্বস্ত হব না। বরং আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করে একজনকেও গ্রেপ্তার করলে খুশি হব’। একই সঙ্গে ধৃতদের টি আই প্যারেড কেন করানো হল না সেই অভিযোগও তুলেছেন তিনি। তাঁর দাবি, ‘সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী আমি। ধৃতরাই যদি ঘটনার দিন রাতে এসে থাকে, তাহলে আমাকে দিয়ে কেন টি আই প্যারেড করাল না পুলিশ?’

প্রথম থেকেই সিবিআই তদন্তের দাবি তুলে সিটকে তদন্তে অস্বীকার করেছে আনিসের পরিবার। গতকাল সিট দুজনকে গ্রেপ্তার করলেও মুখ্যমন্ত্রীর কথা বা সিট কারও উপরেই ভরসা রাখছেন না তাঁরা। উলটে গ্রেফতারির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আনিসের বাবা এবং দাদা। আনিসের বাবার দাবি, বাড়িতে সেদিন রাতে যে চারজন এসেছিল তাদের মধ্যে একজন পুলিশ আধিকারিক এবং ৩ জন সিভিক ভলেন্টিয়ার ছিল। তাহলে কীভাবে থানার দুই আধিকারিককে গ্রেপ্তার করা হল?

অন্যদিকে গতকালই সিবিআই তদন্তের দাবি একপ্রকার খারিজ করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন বারবার সিবিআই তদন্তের দাবি তুলে রাজ্য পুলিশের মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। যদিও এই ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বিঁধে সরব বিরোধীরা। ২০০৭ সালে রিজওয়ানুর হত্যা মামলায় একই ভাবে সিবিআই তদন্ত দাবি করেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তখন জানিয়েছিলেন যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ সেই পুলিশকে দিয়ে তদন্ত করালে সত্য সামনে আসবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করেই কেন তবে এখন সিবিআইয়ের বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্নই তুলছে বিরোধী শিবির।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর