বাংলাহান্ট ডেস্ক : বাম ছাত্র নেতা আনিস খান হত্যা কান্ডে তোলপাড় গোটা রাজ্য। এরই মধ্যে ফোনে আনিসের পরিবারকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। আনিসের দাদা সাবির খানের দাবি সিবিআই তদন্ত চাইলে তাঁদের সবাইকে খুন করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে ফোনে।
আনিস খান হত্যা মামলার তদন্তের জন্য সিট গঠনের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার একাধিকবার তদন্তের কারণে আনিসের বাড়িতে যান সিটের সদস্যরা। কিন্তু তখন আনিসের পরিবারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে। আনিসের বাবা জানিয়ে দেন সিটকে তদন্তে সাহায্য করবেন না তাঁরা। এমনকি আনিসের মোবাইল ফোনটি সিটের হাতে তুলে দিতেও রাজি হননি তিনি। পরিবারের তরফে বারবার সিবিআই তদন্তের দাবি করা হয়। সিটের দেওয়া নোটিসেও সাক্ষর করেননি পরিবারের সদস্যরা।
এরপরই রাতে ফোনে তাঁদেরকে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আনিসের দাদা সাবিরের। তিনি জানান, গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর রাত ১:০৪ নাগাদ একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে তাঁর কাছে। ফোনে হুমকি দিয়ে তাঁকে বলা হয় সিবিআই তদন্ত করলে পরিবারের কেউই প্রাণে বাঁচবে না। এরপর থেকেই আরও জটিলতর হতে থাকে এই মামলা।
জানা যাচ্ছে, কবর থেকে তুলে আবারও আনিসের দেহের ময়নাতদন্ত করতে পারে সিট। নখ এবং হাড়ের নমুনা সংগ্রহ করে তাতে আঘাতের চিহ্ন আছে কি না তাও দেখা প্রয়োজন তদন্তের স্বার্থে। এবার ময়নাতদন্তটি কলকাতার হাসপাতালেই করা হবে বলেও জানিয়েছেন সিটের আধিকারিকরা।
প্রসঙ্গত, এই মামলায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বিষয়টিকে ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক এবং তরজা। দফায় দফায় আন্দোলন চালাচ্ছে বাম ছাত্র সংগঠনগুলি। আজও তাদের একাধিক মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি রয়েছে শহরে।