বাংলাহান্ট ডেস্ক: অঞ্জলি অরোরা (Anjali Arora), নামটা নেটদুনিয়ায় বেশ জনপ্রিয়। প্রথমে টিকটক আর তারপর রিল ভিডিওর দুনিয়ায় দ্রুত পরিচিতি পেয়ে যান তিনি। বিশেষ করে ভাইরাল ‘কাঁচা বাদাম’ গানে অঞ্জলির কোমর দুলিয়ে নাচ রাতারাতি তাঁর খ্যাতি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। অনেকে তাঁর নাচ ‘অশ্লীল’ বলেও দাবি করেছিলেন, কিন্তু নেতিবাচক প্রচারে অঞ্জলির লাভই হয়েছিল।
পরবর্তীকালে কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপ’এ অংশ নিয়েছিলেন অঞ্জলি। জিততে না পারলেও পরিচিত মুখ থেকে এক লাফে ‘তারকা’ হয়ে যান তিনি। কিন্তু সম্প্রতি এক বড়সড় ফাঁড়ার মুখে পড়েছেন অঞ্জলি, যার জেরে জীবনটা তছনছ হয়ে যেতে বসেছে তাঁর।
একটি এমএমএস ভাইরাল (Viral MMS) হয়েছে, যেখানে অঞ্জলিকে দেখা গিয়েছে বলে অভিযোগ উঠছে। এক পুরুষের সঙ্গে আপত্তিকর অবস্থায় তাঁকে দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও তাঁর অনুরাগীদের দাবি, ভিডিওর মেয়েটি অঞ্জলি নন। এবার প্রাক্তন লক আপ প্রতিযোগী নিজেই মুখ খুলেছেন বিষয়টা নিয়ে।
ভাইরাল ভিডিওটি নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেলেন অঞ্জলি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি জানি না এসব কী হচ্ছে। আমার ছবি লাগিয়ে আমার নাম নিয়ে বলছে যে এটাই অঞ্জলি। আমি জানিনা কেন এটা করছে, কারণ এই মানুষগুলোই তো আমাকে পরিচিতি দিয়েছে। ওদেরও পরিবার আছে, আমারও পরিবার আছে। আমার পরিবার ভিডিওগুলি দেখে। ইউটিউবে ভিউ পাওয়ার জন্য এসব ফালতু জিনিস করে কী লাভ পায়? আমার পরিবার আছে, ছোট ভাই আছে যে এসব দেখে।”
অঞ্জলি আরো অভিযোগ করেছেন, যদি অন্যদের সঙ্গে পেরে ওঠা যায় না, তখন বদনাম শুরু করে দেয়। বদনাম করছে করুক, কিন্তু এটা কী ধরণের পন্থা? অঞ্জলি আরো এক বিষ্ফোরক দাবি করেছেন। তিনি যখন লক আপ শো তে ছিলেন তখন থেকেই নাকি এসব চলে আসছে।
তখনো এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছিল। অঞ্জলির বাবা মা তখন এফআইআর দায়ের করেছিলেন। এ বিষয়ে মেয়েকে কিছু জিজ্ঞাসা না করলেও একুশের অঞ্জলি বলেন, যারা এসব করছে তারা একবারও ভাবছে না যে পরিবারের মানুষদের উপরে কী প্রভাব পড়ে।