বিধানসভা ভোটে প্রচার করতে দেয়নি তৃণমূল, এবারেও কারচুপি হবে, বিষ্ফোরক বিজেপির অঞ্জনা বসু

বাংলাহান্ট ডেস্ক: অভিনয় থেকে রাজনীতি দুটোই পাল্লা দিয়ে সামলাচ্ছেন অভিনেত্রী অঞ্জনা বসু (anjana basu)। বহুদিন আগে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বিধানসভা নির্বাচনের আগে দলে যোগ দেওয়ার জনজোয়ারের সাক্ষী থেকেছেন। আবার একে একে তারকারা দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, সেটাও দেখেছেন। কিন্তু অঞ্জনা দল ছেড়ে নড়েননি। নড়ার ইচ্ছাও নেই।

আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে অঞ্জনা জানান, তিনি বিজেপির সঙ্গে তখন থেকে রয়েছেন যখন রাজ‍্যে মাত্র দুটি আসন ছিল দলের। তাঁয বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্তকে অনেকেই হঠকারী বলেছিলেন। তখনো পাত্তা দেননি অঞ্জনা, আর এখনো দেবেন না। বরং তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের আগে অনেকেই ভেবেছিলেন বিজেপি এবার রাজ‍্যে ক্ষমতায় আসবে। সেই আশায় আশায় যোগ দিয়েছিলেন। আশাভঙ্গ হতেই ভাগলবা!

   

jpg 16 1
অঞ্জনা এমন নন যিনি নিজের দলের শুধু সুখ‍্যাতিই করেন। কোনটা খারাপ বা কোনটা শোধরানো উচিত সেটাও বললেন তিনি খোলা মনে। তাঁর যুক্তি, তৃণমূলে যেমন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের কাছে সহজেই পৌঁছানো যায়, বিজেপির ক্ষেত্রে ব‍্যাপারটা অতটাও সহজ নয়। তবে তিনি রাজ‍্যের কয়েকজন নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন সমস‍্যা নিয়ে। সমাধানের আশ্বাসও দিয়েছেন তাঁরা।

এরপরেই অভিনেত্রীর অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল ঠিক করে প্রচার করতে দেয়নি তাঁকে। অনেক বাধা এসেছে। উপরন্তু ভোটে প্রচুর কারচুপিও হয়েছে। পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নেই। বিজেপির জেতা কঠিন বলেই মনে করছেন অঞ্জনা।

পুরভোট মিটলেই জানুয়ারিতে সিরিয়ালের শুটিং শুরু অঞ্জনার। বহু বছর পর জি বাংলায় সিরিয়াল নিয়ে ফিরছেন তিনি। ‘পিলু’ সিরিয়ালে দেখা যাবে তাঁকে। কিছুটা নেতিবাচক ছোঁয়া থাকবে চরিত্রে। গান নিয়ে যেহেতু সিরিয়ালের গল্প তাঁর চরিত্রটিও গানে পারদর্শী বলে জানালেন অঞ্জনা। তবে এখন তিনি গান ছেড়ে দিয়েছেন। কেন কী কারণ সেসব এত তাড়াতাড়ি খুলে বলতে চাননি অভিনেত্রী। তবে অনেকদিন পর জি তে ফিরে বেশ খুশি অঞ্জনা বসু।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর